আমি চাইলেও তোমাকে ভালো রাখতে পারি না।
ভালো সবাই থাকতে পারেনা, কেউ না।
তুমি বরং ভালো থেকো।
নিজের মত করে, যেমন তোমার ইচ্ছে হয়।
চারদিকে চোখ ফেরাতে
সব কিছু যেন অন্ধকার হয়ে আসে।
আমাকে প্রশ্ন কোরো না
আমার জবাব দিতে ভালো লাগেনা।
তুমি বরং একটি কাজ করো
আমাকে কেটে রক্তাক্ত করো।
আমি চিৎকার করবোনা, আমি দাঁড়িয়ে থাকবো
তবে চোখের জল পড়বে
জড় অনুভূতিগুলোর জন্য।
তুমি দেখছ আমি বেঁচে আছি
পাখির মত ডালে ডালে গাইছি আর উড়ছি।
তুমি রোদের মাঝে বৃষ্টি দেখেছ?
আমি জানি তুমি দেখেছ, কারণ তা দেখা যায়।
আকাশে মেঘ নেই, কি সুন্দর নীল তার মাঝে
হঠাৎ বৃষ্টি, অথচ তুমি তা মেনে নিচ্ছ।
দুজন মানুষের ভালোবাসার আকাশটাও ঠিক এমন
মাঝে মাঝে রং বদলায়, কখনো কালো মেঘে
পুরো আকাশ দুঃখ, কষ্ট আর ক্রোধের প্রতিচ্ছবি।
আবার সেই একই আকাশে কত সুন্দর নীলিমা!
তবে তুমি কেন তুমি আজকের পরিণতি মেনে নিতে
পারছনা?
তবে এত প্রশ্ন কেন আমাকে ঘিরে?
কিছু প্রশ্নের উত্তর জানাটা আজো বাকি,
প্রশ্নগুলো আমার অনুভূতিগুলোকে খাঁচায় রেখেছে বন্দী।
ওরা অনেক অসহায়! চাইলেও মুক্তি মেলেনা তাদের।
আর তুমি বলছো-আমি নাকি অনুভূতিহীন,
তবে তাই, আমি এমনই থাকতে চাই।
মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয়ে যায়।
সব কিছু একদম নিখুঁত না হলে অল্পতে
ভেঙে পড়ি,
তোমাকে ভালো রাখতে ইচ্ছে করে,
তবে ইচ্ছেগুলো একটু বেপথ হলে খুবই রাগ হয়।
আর তুমি বলছো-আমার খুব রাগ।
তবে তাই, আমি এমনই থাকতে চাই।
তুমি বরং ভালো থেকো।।