প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ মে : ঘর ছাড়া থাকার পর ঘরে ফেরা বিজেপি সমর্থককে মারধোর ও বাড়ি ভাঙচুরের অভযোগে গ্রেপ্তার হলেন ৩ তৃণমূল কর্মী । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার মামুদপুরের দাসপাড়ায় । মারধোরে গুরুতর জখম বিজেপি সমর্থক বাপি দাসকে মন্তেশ্বর হাসপাতাল থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনা নিয়ে আক্রান্তের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূলের তিন কর্মীকে গ্রেপ্তার করে রবিবার কালনা মহকুমা আদালতে পেশ করে ।এই হামলার ঘটনার জেরে আতঙ্কিত হয়ে রয়েছেন ঘরে ফেরা মন্তেশ্বরের বিজেপি কর্মী ও সমর্থকরা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মন্তেশ্বর থানার মামুদপুর দাসপাড়ায় বসবাস করেন বিজেপি সমর্থক বাপি দাস ও তাঁর পরিবার। ভোটের ফল প্রকাশের পর তাঁরা ভয়ে আতঙ্কে বাড়ি ছাড়া থাকেন । সম্প্রতি তাঁরা বাড়ি ফেরেন ।অভিযোগ শনিবার রাতে এলাকার একদল তৃণমূল কর্মী বাপি দাসের বাড়িতে চড়াও হয় । বাপি দাস সহ তাঁদের পরিবার সদস্যকে ব্যাপক মারধোর করার পাশাপাশি তৃণমূলের কর্মীরা ওই বিজেপি সমর্থকের বাড়িতেও ভাঙচুর চালায় । মারধোরে বাপী দাস মারাত্মক জখম হন । আহত হন তার পরিবারের কয়েকজন সদস্যও ।
ঘটনার পর বাপি দাসের ছেলে বিক্রম দাস মন্তেশ্বর থানায়অভিযোগে দায়ের করেন । দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ঘটনায় জড়িত তিন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে । পুলিশ বাকি অভিযুক্তদেরও খোঁজ চালাচ্ছে। বিক্রম দাস জানিয়েছেন , তাঁর বাবা বাপি দাসের শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে ।।