এইদিন স্পোর্টস নিউজ,২৯ নভেম্বর : আর্থিক সঙ্কটের কারনে পাকিস্তানের ক্রিকেটাররা ঠিকমত বেতন পাচ্ছেন না । ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে এসে একথা কবুল করেছিলেন খোদ বাবর আজমরা । ফলে আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য উন্মুখ হয়ে আছেন । ভারতের নিজস্ব এই প্লাটফর্মটিতে বিপুল উপার্জনের সম্ভাবনা রয়েছে । কিন্তু নিজেদের কট্টরপন্থী মানসিকতার কারনে আইপিএল থেকে বঞ্চিত হয়ে এখন তীব্র হতাশা লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে । আর সেই হতাশার কথা শোনা গেল পাকিস্তানের অভিজ্ঞ ফাস্ট বোলার হাসান আলির গলায় ।
পাকিস্তানি নিউজ চ্যানেল সামা টিভিতে এক সাক্ষাৎকারে আইপিএল-এ খেলতে না পারার কারনে হাসান আলী তার হতাশা প্রকাশ করেন । হাসান আলিকে জিজ্ঞেস করা হয়েছিল, অফার পেলে তিনি আইপিএলে খেলতে চান কিনা। এই প্রশ্ন শুনে হাসান এক সেকেন্ডও নষ্ট না করে বললেন, ‘এটা ভালো প্রশ্ন । দেখুন, আইপিএল একটি বড় টুর্নামেন্ট। তাদের অনেক সুযোগ এবং অর্থ রয়েছে । তাই প্রত্যেক খেলোয়াড়ই আইপিএল খেলতে চায় ।’ তিনি আরও বলেন,’প্রত্যেক খেলোয়াড়ই আইপিএল খেলতে চায়। কিন্তু আমরা খেলতে পারি না। আমি কারণটা বলতে পছন্দ করি না কারণ এটা সবার জানা। হ্যাঁ, সুযোগ পেলে অবশ্যই আইপিএল খেলতে চাই ।’
তবে শুধু হাসান আলিই নন,আইপিএল-এ খেলার জন্য মুখিয়ে আছেন পাকিস্তানের প্রতিটি ক্রিকেটার । এর আগেও পাকিস্তানের অনেক খেলোয়াড় নিজেদের ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন । কিন্তু পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ভারতে নাশকতার ষড়যন্ত্রের কারনে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে পৌঁছেচে । ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন সেই সম্পর্ক আরও জটিল হয়ে যায় । জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই দু’দেশের মধ্যে বানিজ্য বন্ধ হয়ে আছে । পাকিস্তানের এই সমস্ত কুকীর্তির কারনে পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে নিষিদ্ধ করে দিয়েছে বিসিসিআই । এমনকি ভারত বিদ্বেষী মানসিকতার কারনে এবারের আইপিএলে ঠাঁই হয়নি বাংলাদেশি ক্রিকেটারদেরও ।।