প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ মে : কালোবাজারির উদ্দেশ্যে করোনাকালে অক্সিজেন সিলিন্ডার মজুতের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করলো পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতরা হলেন সমীর হাজরা ,
কমল ঘোষ ওরফে সূর্য ও চিন্ময় রায় ওরফে বরুন । প্রথম জন কালনার যোগীপাড়ার বাসিন্দা । কমল কালনা শহরের লক্ষণপাড়া ও চিন্ময় মধুবন এলাকার বাসিন্দা । পুলিশের দাবি তিন ধৃতর বাড়ি থেকে মোট ৭ টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উদ্ধার হয়েছে ।এই চক্রে আরও কারা কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তিন ধৃতকে রবিবার কালনা মহকুমা আদালতে পেশ করে হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।
পুলিশ জানিয়েছে ,করোনাকালো ওষুধ ও অক্সিজেনের কালোবাজারি রুখতে কালনা থানার পুলিশ তৎপরতা জারি রেখেছে । তারই মধ্যে কালোবাজারির উদ্দেশ্যে অক্সিজেন সিলিণ্ডার মজুতের খবর পুলিশ শনিবার গোপন সূত্রে পাওয়ার পরেই নড়ে চড়ে বসে ।
ওইদিন রাতে কালনা শহরের যোগীপাড়ায় সমীর হাজরার বাড়িতে কালনা থানার পুলিশ প্রথম অভিযান চালায়। সমীরের বাড়িথেকে ২টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উদ্ধার হয় । দুটি অক্সিছেন সিলিন্ডার মজুতের কারণ অক্সিজেন সিলিন্ডার মজুত সংক্রান্ত নথিপত্র দেখাতে না পারায় পুলিশ সমীর হাজরাকে গ্রেপ্তার করে। সমীর কে জেরা করে কালনা থানার পুলিশ জানতে পারে কালনা শহরের লক্ষ্মণপাড়ার বাসিন্দা কমল ঘোষ ও মধুবন এলাকার বাসিন্দা চিন্ময় রায় তাঁদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুত করেছে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে । পুলিশ ওই রাতেই কমল ও চিন্ময়ের বাড়িতে অভিযান চালিয়ে ৫ টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উদ্ধার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তিন জনকেই গ্রেপ্তার করে। কালোবাজারির জন্যে অক্সিজেন সিলিন্ডার মজুতের ঘটনায় জড়িতদের কড়া শাস্তির দাবি করেছেন কালনাবাসী ।।