এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২৭ নভেম্বর : রামায়ণ ও মহাভারতের পরিবর্তে কোরানকে এনসিইআরটি (National Council of Educational Research and Training) সিলেবাসে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন উত্তরপ্রদেশের সম্বলের সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্ক (Shafiqur Rahman Barq) । তিনি রামায়ণ ও মহাভারত অধ্যয়নের বিরোধিতা করে বলেছেন,’এই দুটি ধর্মগ্রন্থের পরিবর্তে পাঠ্যসূচিতে কুরআন অন্তর্ভুক্ত করা উচিত, কারণ এটি বিশ্বের বৃহত্তম গ্রন্থ এবং আল্লাহর বাণী ।’ সেই সাথে তিনি বলেছেন,’এই সময়ের রাজনীতিতে শিশুদের দেশপ্রেমের অভাব। পৃথিবীর কোনো শিক্ষায় দেশপ্রেমের অভাব নেই ।’
প্রসঙ্গত,সম্প্রতি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে রামায়ণ ও মহাভারতকে এনসিইআরটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হতে চলেছে এবং এই সংক্রান্ত প্যানেল ইতিহাস পাঠ্যক্রমকে চারটি বিভাগে বিভক্ত করে শেখানোর সুপারিশ করেছে । ওই চারটি বিভাগ হল ক্লাসিক্যাল পিরিয়ড, মধ্যযুগ, ব্রিটিশ আমল এবং আধুনিক ভারত। বর্তমানে, ভারতীয় ইতিহাস তিনটি সময়ের অধীনে স্কুল বইয়ে পড়ানো হয় । সেগুলি হল প্রাচীন, মধ্যযুগীয় এবং আধুনিক যুগ ।
এটাও দাবি করা হয় যে এনসিইআরটি সিলেবাসে রামায়ণ এবং মহাভারতকে ভারতের ইতিহাসে ধ্রুপদী সময়ের অধীনে রাখা হবে । প্যানেলের চেয়ারম্যান ও ইতিহাসবিদ অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআই আইজ্যাকের উদ্ধৃতি দিয়ে মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে যে প্যানেলটি স্কুলের প্রতিটি ক্লাসে দেওয়ালে সংবিধানের প্রস্তাবনা লেখার প্রস্তাবও করেছে । পাশাপাশি এই ভূমিকা আঞ্চলিক ভাষায় হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন । তবে এনসিইআরটি তার পক্ষ থেকে এমন কোনও সুপারিশ করতে অস্বীকার করেছিল । এই বিষয়ে সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্ককে প্রশ্ন করা হলে তিনি এনসিইআরটি কোরানকে অন্তর্ভুক্ত করার দাবি করে বসেন । প্রসঙ্গত,এর আগেও বহুবার বিতর্কিত বক্তব্য দিয়েছেন সমাজবাদী পার্টির ওই মুসলিম সাংসদ ।।
ছবি : সৌজন্যে টাইমস অ্যালজেবরা।