এইদিন ওয়েবডেস্ক,লাহোর,২৭ নভেম্বর : পাকিস্তানে ২০ বছরের এক খ্রিস্টান যুবককে অকারণ গুলি করে হত্যা করল এক জিহাদি । ঘটনাটি ঘটেছে গত ৯ নভেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট জেলার পসরুর তহসিলের তালওয়ান্দি ইনায়েত খান গ্রামে । মৃতের নাম ফারহান উল কামার । ঘটনার দিন মৃত যুবকদের নির্মাণাধীন বাড়িতে ভোর ৩টার দিকে ঢুকে পড়ে প্রতিবেশী মুহাম্মদ জুবায়ের । তারপর সে ফারহানের উপর নির্বিচারে গুলির করে হত্যা করে বলে জানিয়েছে মৃতের ভাই শাহান উল কামার ।
শাহান উল কামার পাকিস্তানি মর্নিং স্টার নিউজকে বলেন,’আমার দাদা ফারহান একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং একজন নম্র স্বভাবের ছিলেন । কেন জুবায়ের রাতের আঁধারে আমাদের বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছে তা আমরা বুঝতে পারছি না ।’ তিনি জানান যে তিনি এবং তার ভাই তাদের পিতামাতার ঘরে ঘুমাচ্ছিলেন । তখনই কারোর পায়ের আওয়াজ শুনে তাদের ঘুম ভেঙে যায় ।
শাহান উল কামার বলেন,’ আমার বাবা যখন লাইট জ্বালিয়ে দিলেন, তখন তিনি জুবায়েরকে পিস্তল হাতে জানালার পাশে বসে থাকতে দেখেন । আমার বাবা কিছু বলার আগেই জুবায়ের ফারহানকে গালিগালাজ করতে শুরু করে । তারপরে তাকে লক্ষ্য করে গুলি চালায় । দাদার ডান কানে, ঘাড়ে এবং কলারবোনে তিনটি গুলি লাগে ।’
তিনি আরও বলেন,’গোলাগুলির শব্দে পুরো পরিবার জেগে উঠলে, জুবায়ের ভিতরে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের মাকে বন্দুকের মুখে ধরে রাখে । আমার মায়ের দিকে পিস্তল তাক করে প্রধান ফটকের দিকে যাওয়ার সময় সে আমাদের অভিশাপ ও গালি দিতে থাকে । খুনী তার মোটরসাইকেলে উঠে বাতাসে গুলি ছুড়তে ছুড়তে পালানোর সময় আমরা অসহায়ভাবে তাকিয়ে ছিলাম ।’
পরিবার সূত্রে খবর, ঘটনার আগের দিন মৃত যুবক ফারহান উল কামার যখন তাদের নির্মাণাধীন বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন সেই সময় ঘাতক জুবায়ের এসে তার সঙ্গে অকারণ ঝগড়া করার চেষ্টা করেছিল । নির্মাণাধীন বাড়িতে কাজ করা শ্রমিকদের দ্বারা রাস্তার ধারে ইটের স্তূপ রাখার জন্য ফারহানকে সে অভিশাপ দিতে শুরু করে । মৃতের ভাই মর্নিং স্টার নিউজকে বলেন,’জুবায়ের বাড়ি আমাদের আমাদের বাড়ি থেকে অনেক দূরে এবং ফারহানের সাথে তার ঝগড়া করার কোন কারণ ছিল না । মনে হয় দাদাকে খুন করার জন্যই সে অকারণ ঝামেলা করতে এসেছিল সেদিন ।’।