এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ মে : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার চার স্বেচ্ছাসেবী সংস্থার মিলিত প্রচেষ্ঠায় চালু হল ‘কোভিড ফাষ্ট এড কেয়ার’ সেন্টার । কাটোয়া শহরের ১০ নম্বর ওয়ার্ড এলাকার ঘোষহাটে
এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার । উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । জানা গেছে,এই সেন্টারে একসঙ্গে তিনজন কোভিড পজিটিভ রোগীকে রেখে অক্সিজেন সাপোর্ট দেওয়া সম্ভব হবে । এছাড়া এলাকার করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি বিনামূল্যে খাবার সরবরাহের উদ্যোগও নিয়েছেন আয়োজকরা।
কাটোয়ার ঘোষহাটে ‘সবুজ সংঘ’ নামে একটি ক্লাবের ঘরে এদিন থেকে তিন শয্যার ‘কোভিড ফাষ্ট এড কেয়ার’ সেন্টারটি চালু করা হয়েছে । কোভিড আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য একটি বিশেষ মেশিন আনা হয়েছে । ওই মেশিনের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সরাসরি রোগীকে দেওয়া হবে । এর ফলে অক্সিজেন সিলিন্ডার বদলানোর ঝক্কি থাকবে না । এই সেন্টারটি চালু করতে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন আয়োজক সংস্থার কর্মকর্তা বুদ্ধদেব মণ্ডল, রিপন দেবনাথরা ।
পাশাপাশি তাঁরা জানিয়েছেন, সেন্টারের রোগীদের দেখভালের জন্য সংস্থার সদস্যরা পালা করে ডিউটি করবেন । এছাড়া কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি খাবারও পৌছে দেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন । বর্তমান পরিস্থিতিতে স্থানীয় ওই চার স্বেচ্ছাসেবী সংস্থার এই প্রকার উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী ।।