এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৬ নভেম্বর : বাংলাদেশের সরকারি স্কুলের বাংলা সিলেবাসে ঢোকানো হয়েছে ইসলামের নবির জীবনের ইতিহাস । বদলে ফেলা হয়েছে তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে নজরুল ইসলামের ‘চল চল চল’ কবিতার সাথে থাকা ছবিও । স্কুলের পোশাক পরা ছাত্রছাত্রীদের প্যারেডের ছবি গায়েব করে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইসলামি টুপি পরিহিত ছাত্রদের ছবি । এভাবেই বাংলাদেশের সরকারি স্কুলগুলিতে ইসলামিকরণ করে দেওয়া হয়েছে । ফলে হিন্দু কচিকাঁচা পড়ুয়ারা নিজেদের শাশ্বত সনাতন হিন্দুধর্ম কার্যত ভুলতে বসেছে । অভিযোগ উঠছে যে স্কুলের সিলেবাস ইসলামিকরণ করে দেশকে হিন্দু শুণ্য করার চক্রান্ত করছে বাংলাদেশের ইসলামি মৌলবাদী সরকার ।
চলতি বছরে বাংলাদেশের সরকারি স্কুলের তৃতীয় শ্রেণির ‘তৃতীয় প্রান্তিক মূল্যায়ন’ হয় । মোট নম্বর ছিল ১০০ । যশোর জেলার উপশহর ক্লাস্টার-এর প্রশ্নপত্রে মোট চারটি প্রশ্ন ছিল। আর চারটি প্রশ্নই ছিল ইসলামের নবীর জীবন সম্পর্কে । এভাবেই হিন্দু পড়ুয়াদের বাধ্য করা হচ্ছে নবীর জীবন সম্পর্কিত ইতিহাস পড়তে ।
বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার তৃতীয় শ্রেণির বাংলার ১০০ নম্বরের প্রশ্নপত্রেও একই প্রশ্ন লক্ষ্য করা গেছে । সাধারণত যে সিলেবাস ধর্মীয় স্কুলে করা উচিত, সেই সিলেবাস সরকারি স্কুলে ঢুকিয়ে সরকারিভাবে ধর্মান্তরকরণের খেলা চলছে বলে অভিযোগ উঠছে । একই ষড়যন্ত্র লক্ষ্য করে গেছে তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্য পুস্তকে নজরুল ইসলামের ‘চল চল চল’ কবিতাতেও । কবিতার একেবারে নিচে ইসলামি টুপি পরে ছাত্রদের প্রতীকী ছবি জুড়ে দেওয়া হয়েছে ।
ওই সমস্ত প্রশ্নপত্র পাঠ্যপুস্তকের ছবি ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’-এর ফেসবুক পেজে পোস্ট করে লেখা হয়েছে,’এটা বাংলা, নাকি ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা পরীক্ষা ? প্রশ্নপত্র দেখে তো কোন ভাবেই বাংলা পরিক্ষা বলে মনে হচ্ছে না। আগেও অনেক বারই লক্ষ্য করেছিলাম আমি। কাজী নজরুল ইসলামের লেখা “চল চল চল” কবিতার সহ আরো অনেক গল্প কবিতার চিত্র পাল্টে ফেলা হয়েছে। হিন্দু ছেলে মেয়েরা নামের আগে শ্রী / শ্রীমতী লিখতে পারবে না। বাংলাদেশের আনুমানিক ৮০ শতাংশ স্কুল কলেজ কোন হিন্দু শিক্ষক নেই (ফলে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার কোন ব্যবস্থা নেই ) ।
এগুলো করে কি বোঝাতে চাচ্ছে বাংলাদেশ শিক্ষা বোর্ড? এটাই বোঝাতে চাচ্ছে তো, যে বাংলাদেশ হিন্দুদের জন্য নয়। তাদের যেভাবে ইচ্ছা সেভাবে শিক্ষা প্রদান করবে। ধীক্কার জানাই এমন শিক্ষা ব্যবস্থাকে।’।