এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,২৬ নভেম্বর : সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিতে অস্বীকার করায় সিরিয়ার এক ১৩ বছরের কিশোরকে শিরোচ্ছেদ করে হত্যা করল ‘সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’ (SDF) এর সন্ত্রাসীরা । হত্যার মুহুর্তের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ওই সমস্ত ছবিতে সন্ত্রাসীদের হাসতে হাসতে কিশোরের শিরোচ্ছেদ করতে দেখা গেছে । জানা গেছে, হতভাগ্য কিশোরের নাম ওমর মুস্তফা হাসান(Omar Mustafa Hassan) । তার বাড়ি সিরিয়ার উত্তর আলেপ্পো গভর্নরেটের আফরিন শহরের সাথে প্রশাসনিকভাবে সম্পৃক্ত রামদানলি গ্রামে । কিন্তু ওই কিশোর আলেপ্পো শহরের আল-শেখ মাকসুদ পাড়ায় তার পরিবারের সাথে বসবাস করত ।
আজ্জাত আলসালেম নামে এক ‘এক্স’ ব্যবহারকারী কিশোরকে হত্যাকাণ্ডের মুহুর্তের ছবি শেয়ার করে লিখেছেন,’সিরিয়ার আইমিক বিরোধীরা হাসতে হাসতে ১৩ বছর বয়সী ছেলেটির শিরশ্ছেদ করেছে।শিশুটির শেষ ইচ্ছা ছিল বন্দুকের গুলিতে মারা যাওয়া । সন্ত্রাসীরা তার সেই শেষ ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে তাকে ঠিক উল্টোটা দেয়।’ ওবামা নামে ওই কিশোর যে দলকে সমর্থন করত এবং সে প্রশিক্ষণ নিয়েছিল সেই দলটি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এর বিরোধী দল বলে তিনি জানান ।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’ (SDF) আল-শাবিবা আল-থাওরিয়া, (বিপ্লবী যুব) উপদল, যা ‘জোয়ান শুরচকার’ নামেও পরিচিত। আদপে এটি একটি ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন । ঘটনার বিবরণে জানা গেছে, গত ২০ নভেম্বর ওমর মুস্তফা হাসান নামে ওই কিশোরকে অপহরণ করেছিল এসডিএফের সন্ত্রাসীরা । সন্ত্রাসীরা কিশোরকে নিজেদের দলে যোগ দেওয়ার জন্য অপহরণ করেছিল বলে জানা গেছে । কিন্তু কিশোর সন্ত্রাসীদের দলে যোগ দিতে অস্বীকার করে । আর তার সেই অপরাধের জন্য কিশোরকে শিরোচ্ছেদ করে হত্যা করে সন্ত্রাসীরা ।
সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) উল্লেখ করেছে যে ওমরের পরিবারকে তার সাথে কী ঘটেছে সে সম্পর্কে অবহিত করা হয়নি এবং তাদের সাথে যোগাযোগ করতে বা দেখা করতে নিষেধ করা হয়েছিল । এসএনএইচআর লিখেছে,’আমরা উদ্বিগ্ন যে তাকে প্রত্যক্ষ ও পরোক্ষ সামরিক পদক্ষেপে অংশগ্রহণ করতে বাধ্য করা হবে ।’ উল্লেখ্য, প্রায় ২৯৬ জন শিশুকে জোর করে এসডিএফ সামরিক প্রশিক্ষণ শিবিরে ভর্তি করে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।।