এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৬ নভেম্বর : ডিপফেক ভিডিও কার্যত আতঙ্কের সৃষ্টি করেছে বিনোদন জগতে । রশ্মিকা মান্দান্না,কাজলের পর এবার ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে । ওই ভিডিওতে একজন তরুনীকে ফ্লোরাল প্রিন্টের স্লিভলেস টপ এবং শর্টস পরে বিছানায় বসে থাকতে দেখা গেছে । ভিডিওতে আলিয়ার মুখটি সুপার ইম্পোজ করা হয়েছে । তরুনী বসে বসে কোমড় দোলানোর পাশাপাশি অশ্লীল অঙ্গভঙ্গিও করতে থাকে ৷ তরুনীর মুখে আলিয়ার মুখ এমনভাবে সুপার ইম্পোজ করা হয়েছে যে বোঝাই যাবে না সেটি আসল না নকল ।
এর আগে ক্যাটরিনা কাইফ, কাজল এবং সারা টেন্ডুলকার, টিভি অভিনেত্রী জান্নাত জুবের এবং আনুষ্কা সেনের ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জনসভায় ভাষণ দেওয়ার সময় ডিপফেক ভিডিও নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ।
সম্প্রতি রশ্মিকা মান্দান্নার একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল । রশ্মিকার পাশাপাশি অমিতাভ বচ্চনও এর প্রতিবাদ করেন । বচ্চন নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট পোস্ট করে আইনি পদক্ষেপের দাবি তুলেছিলেন । কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ১০ দিনের মধ্যে ডিপফেক ভিডিও নিয়ন্ত্রণে একটি আইন করার কথা বলেছেন। শুক্রবার (২৪ নভেম্বর, ২০২৩) কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ডিপফেকগুলি নিরীক্ষণের জন্য একজন অফিসার নিয়োগের বিষয়ে কথা বলেছেন ৷ এই অফিসার ডিপফেক সংক্রান্ত মামলায় এফআইআর নথিভুক্ত করতে সাধারণ মানুষকে সাহায্য করবেন বলে জানিয়েছেন মন্ত্রী । তবে ডিপফেক ভাইরাল হওয়ার পর বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এনিয়ে কোনো অভিযোগ দায়ের করেছেন কিনা জানা যায়নি ।।