এইদিন ওয়েবডেস্ক,গাজা,২৬ নভেম্বর : ইসরায়েল এবং শিন বেটের সাথে সহযোগিতা করার অভিযোগে শুক্রবার রাতে ওয়েস্ট ব্যাঙ্কের তুলকার্ম শরণার্থী শিবিরে দুই ফিলিস্তিনিকে মৃত্যুদন্ড দিয়েছে হামাস । নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে জনতার সামনে যারা উল্লাস করেছিল এবং তাদের দেহ নিয়ে বর্বরোচিত আচরণ করেছিল । খুন হওয়া দুজন হলেন ৩১ বছরের হামজা মাবারেচ এবং ২৯ বছরের আজাম জোয়াব্রা । হামাসের সাথে যুদ্ধের সময় তুলকার্ম শরণার্থী শিবিরে সিনিয়র সন্ত্রাসী অপারেটরদের নিকেশ করে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) । ওই সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে আইডিএফকে গোপন তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ।
জানা গেছে,সর্বসমক্ষে ওই দু’জনকে ফাঁসিতে ঝোলানোর সময় সেখানে প্রচুর ফিলিস্তিনি উপস্থিত ছিল । তাদের চিৎকার করে বলতে শোনা যায়, ‘তোমরা বিশ্বাসঘাতক’ । কেউ কেউ বলছিল, ‘তোমার মাথায় পা রাখব, তুমি গুপ্তচর ।’ হামাসের সদস্যরা এতে সন্তুষ্ট ছিল না এবং এমনকি একটি দু’জনকে বৈদ্যুতিক খুঁটিতে তাদের মৃতদেহ ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত নেয় – যখন আশেপাশের জনতা উল্লাস করতে থাকে । এই ঘটনায় শুধু হামাসই নয়, ফিলিস্তিনিদের বর্বরোচিত মানসিকতা নিয়েও প্রশ্ন উঠছে ।
তবে এই প্রথম নয় । এর আগে গত এপ্রিলে নাবলুসের কাসবাহের বাসিন্দা ২৩ বছরের জাহির আল-আলিতকে “গভ আর্যট” অপারেটিভদের দ্বারা মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছিল। তার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ মাটিতে ফেলে রাখা হয় । ওই যুবকের বিরুদ্ধেও ইসরায়েলকে সহযোগিতা করা এবং সন্ত্রাসী সংগঠনের সিনিয়র সদস্যদের সম্পর্কে সংবেদনশীল তথ্য দেওয়ার অভিযোগ তোলা হয় ।।