এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,২৪ নভেম্বর : ১০০ কোটি টাকার পঞ্জি স্কিমের মামলায় ৫৮ বর্ষীয় দক্ষিনি অভিনেতা প্রকাশ রাজকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । আগামী ৫ ডিসেম্বর চেন্নাইয়ের ফেডারেল এজেন্সির সামনে তাকে হাজিরা দিতে বলা হয়েছে । তিরুচিরাপল্লির প্রণব জুয়েলার্সের বিরুদ্ধে ভূয়ো প্রকল্পে সোনার বিনিয়োগ করিয়ে গ্রাহকদের ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে । আর প্রকাশ রাজ এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ।
ইন্ডিয়া টুডের প্রতিদিন অনুযায়ী, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে গত ২০ নভেম্বর প্রণব জুয়েলার্স-এর একটি অংশীদারি সংস্থার সাথে যুক্ত সম্পত্তিগুলিতে তদন্ত সংস্থার অনুসন্ধান করে ইডি । অভিযানের ১১.৬০ কেজি ওজনের সোনার গয়না সহ বিভিন্ন অপরাধমূলক নথি এবং ২৩.৭০ লক্ষ টাকার বেহিসাব নগদ উদ্ধার করা হয় । সেই অনুসন্ধানের পরে প্রকাশ রাজকে এই সমন পাঠানো হয়েছে ।
জানা গেছে,তিরুচিরাপল্লীতে অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) দ্বারা ওই সংস্থার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয় । অভিযোগ যে লাভজনক আয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রণব জুয়েলার্স স্বর্ণ বিনিয়োগ প্রকল্পের বাহানায় জনগণের কাছ থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করেছে । কিন্তু কোম্পানিটি তার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়, যেকারণে বিনিয়োগকারীরা হতাশায় ভুগতে শুরু করেছে ।
পরে মামলাটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আসে । প্রণব জুয়েলার্সের বিভিন্ন ঠিকানায় অভিযান চালানোর পর সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা প্রকাশ রাজকে তলব করে ইডি ।।