খুঁজে বেড়াই শুধু খুঁজে বেড়াই জীবনের হারিয়ে যাওয়া দিনগুলি।
কোথায় পাবো হাতড়ে বেড়াই, কোথায় গেল সব!
হাত যেদিকে বাড়াই সব যেন ফাঁকা।
চারিদিকে ঘন অন্ধকার মনে হয় যেন জীবনে খরা লেগেছে।
মনের মানুষগুলো কোথাও নেই।
কিন্তু আজও তাদের পায়ের ছাপ অস্পষ্ট থেকে গেছে। সেই ছাপ মিলিয়ে চলতে গিয়ে দেখি একটা জায়গায় এসে আটকে গেছে।
বড় একা আজ। বুকের ভেতর ঢিপ ঢিপ করে।
হাত বাড়ালে শূন্যতা অনুভব করি।
ছিল অনেক লক্ষ্য, ছিল অনেক বাসনা।
গভীর আঁধারে ছুটে বেড়াচ্ছি আজ কোথাও আলোর দিশা নেই।
জানি না কবে ডুবে যাবে সব ওই জনস্রোতের মাঝে।
গুছিয়ে ওঠা জীবনটা ফিরবে না হয়তো কোনদিন
তবুও ছাড়িনি আশা।
যতদূর সম্ভব হাতড়ে হাতড়ে এগিয়ে যেতে চাই অনেক দূর ।
আশা ছাড়িনি নতুন আলো দেখার।
কোথাও না কোথাও দেখা পাবো একটুকরো আলো।
যা আমাকে ঠিক স্পর্শ করবেই।
আজও চলেছি খুঁজে সেই এলোমেলো হারিয়ে যাওয়া সবকিছু।।