এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৩ নভেম্বর : প্রধানমন্ত্রী সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করার জন্য কংগ্রেস নেতা গাঁধিকে কারন দর্শানোর (শোকজ) নোটিশ ধরালো নির্বাচন কমিশন । শনিবারের মধ্যে জবাব দিতে বলেছে ইসি । বিশ্বকাপের ম্যাচে ভারত হেরে যাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘পানৌতি’ বা ‘অপয়া’ বলেছিলেন রাহুল । সেই সাথে তিনি প্রধানমন্ত্রীকে ‘পকেটমার’ এবং ব্যবসায়ীদের ঋণ ছাড় না দেওয়ার জন্য নিশানাও করেছিলেন । এরপর বিজেপি রাহুল গাঁধির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে ।
বিজেপির পক্ষ থেকে রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে অনুরোধ করা হয়েছিল । বিজেপি যুক্তি দেখায় যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা আদর্শ আচরণবিধির লঙ্ঘন।
রাহুল গান্ধী বলেছিলেন, প্রধানমন্ত্রী মানে ‘পানৌতি’ বা অপরা । ব্যবসায়ী গৌতম আদানি জনগণের পকেটে টাকা দেওয়ার সময় জনগণের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন রাহুল । তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদি ভারতীয় ক্রিকেট দলের দুর্ভাগ্য নিয়ে এসেছেন ।।