দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৩ নভেম্বর : আজ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বিল্লেশ্বর গ্রামের মন্দির থেকে প্রায় ২,৫০০ বছরের প্রাচীন পাথরের শিবমূর্তি উদ্ধার করে রাজ্যের ‘স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যাণ্ড রিসার্চ সেন্টার’ কর্তৃপক্ষকে হস্তান্তর করল কেতুগ্রাম থানার পুলিশ । বিভাগের আধিকারিক বিপ্লব রায় জানিয়েছেন, এই শিবমূর্তিটি হল মহাদেবের অষ্ট ভৈরবের অন্যতম রূপ। প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন । পাশাপাশি প্রায় ১,০০০ বছরের প্রাচীন ‘গৌরিপট্ট’ও তুলে দেওয়া হয় মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে ।
প্রসঙ্গত,পূর্ব বর্ধমান জেলার প্রাচীন জনপদগুলির মধ্যে অন্যতম মঙ্গলকোট ও কেতুগ্রাম । ওই দুই ব্লকেই রয়েছে অনেক প্রাচীন নিদর্শন । দুই ব্লকের মধ্যে প্রবাহিত হয়েছে অজয় নদ । নদীর জল কমে গেলে প্রায়ই দেবদেবী ও হিন্দু ধর্মের বিভিন্ন নিদর্শন পাওয়া যায় নদী থেকে । সম্প্রতি অজয় নদে মাছ ধরতে গিয়ে কেতুগ্রামের জেলের জালে উঠে আসে ওই প্রাচীন পাথরের শিবমূর্তি ও গৌরিপট্টটি । সেই দুটি বিল্লেশ্বর মন্দির চত্বরে একটি গাছের তলায় রেখে পুজোর্চ্চনা করছিলেন ভক্তরা ।
‘স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যাণ্ড রিসার্চ সেন্টারের আধিকারিক বিপ্লব রায় বলেন,ওই প্রাচীন মূর্তি উদ্ধারের বিষয়টি আমরা জানতে পারার পর পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভারতীয় পুরাতাত্ত্ব বিভাগের কাছে আবেদন করা হয়েছিল । অনুমতি পাওয়ার পর এদিন আমরা কেতুগ্রামে থেকে মূর্তিদুটি নিয়ে যাচ্ছি ।’ যদিও এনিয়ে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে শিবভক্তদের মধ্যে ।।