এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৩ নভেম্বর : কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করার দাবি তুললেন সিপিএমের মীণাক্ষী মুখার্জি । আজ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীখণ্ডে দলীয় কর্মসূচি ‘ইনসাফ যাত্রা’য় অংশগ্রহণ করে তিনি দাবি তোলেন,বাম আমলে শ্রীখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণ করা জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হোক । তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা বর্ধমানের কোলিয়ারিগুলো থেকে আসত । তাতে পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জ, কুলটি, নিয়ামতপুর, চিনাকুড়ি সহ বিস্তীর্ণ এলাকার মানুষের কর্মসংস্থান হত ।’ সিপিএমের ওই তরুন নেত্রী অভিযোগ তোলেন যে বর্তমান রাজ্য সরকার শিল্পকে একেবারে শেষ করে দিয়েছে ।
এদিন মীণাক্ষী মুখার্জি প্রথমে কেতুগ্রামের ফুটিসাঁকো থেকে কান্দরা পর্যন্ত পদযাত্রা করেন । কাঁদরায় পথসভার পর তিনি নিরোল এলাকায় যান । কেতুগ্রামে কর্মসূচি সেরে কাটোয়ার পথসভা করেন । শ্রীখণ্ডের পথসভা সেরে মঙ্গলকোটের কৈচর হয়ে ভাতারের বলগোনায় এসে কর্মসূচিতে যোগ দেন মীণাক্ষী মুখার্জি ।।