এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৩ নভেম্বর : পাকিস্তানি ও বাংলাদেশিদের ভারত বিদ্বেষী মানসিকতা কার্যত মজ্জাগত হয়ে গেছে । অথচ দু’দেশই অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল । বর্তমানে পাকিস্তানের সঙ্গে বানিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশে খাদ্যসামগ্রী সহ অনান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে ভারত । যার উপর অনেকাংশে নির্ভরশীল ওই মুসলিম রাষ্ট্রটি । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে বাংলাদেশের কঠিন রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা করাতে মূলত ভারতেরই স্মরণাপন্ন হয় । কিন্তু বাংলাদেশিদের মধ্যে ক্রমবর্ধমান ভারত বিদ্বেষী মানসিকতা ও ইসলামি সন্ত্রাসবাদের কারনে ভিসা নীতি কঠোর করে দিয়েছে ভারত । যেকারণে জটিল রোগে আক্রান্ত বাংলাদেশি রোগীরা চরম বিপাকে পড়েছে । এদিকে সম্প্রতি বিশ্বকাপের ম্যাচে ভারতের পরাজয়ে বাংলাদেশি মুসলিমদের উচ্ছ্বাসে ভারতবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । আর এই ক্ষোভের গুরুত্ব অনুভব করে নিজের দেশের ভারত বিদ্বেষী জিহাদিদের বোঝানোর চেষ্টা করেছেন বাংলাদেশের এক ব্লগার ।
বুধবার সোশ্যাল মিডিয়া পেজে একটি বড়সড় ভিডিও পোস্ট করে মোজাহের ভাই নামে ওই ব্লগার নিজের দেশের জিহাদিদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন । তার হাতে ছিল ভারতে ভিসার জন্য একটা আবেদনপত্র । বক্তব্য পেশের সময় ওই ব্লগারকে যথেষ্ট উত্তেজিতও দেখাচ্ছিল ।
মোজাহের ভাই বলেন,’ভারত হেরে যাওয়ার জন্য যে বাংলাদেশিরা উল্লাস করছেন,তারা একটু ভেবে দেখুন । যারা ক্যান্সারের রোগী, টিউমারের রোগী,কিডনির রোগী যারা ভারতে চিকিৎসার জন্য যাবে,তারা আপনাদের জন্য মরবে । আপনারা ভারত হেরে যাওয়ার জন্য উল্লাস করছেন, ভারতের সাথে যে বিদ্বেষ আপনারা দেখাচ্ছেন, সেজন্য আমাদের আর ভিসা দিচ্ছে না । আগে আমরা ভারতের ভিসা পেতাম মাত্র দু’দিনে । আজকে জমা দিলে পরশু পেয়ে যেতাম । কিন্তু এখন আর যেতে পারিনা কারন আপনাদের এই বিদ্বেষের কারনে ।’
তিনি বলেন,’পাকিস্তান এত ভাল? পাকিস্তানের মুসলমান এত ভাল ? তাহলে তিন লাখ সাড়ে তিন লাখ ধর্ষণ হল কেন পাকিস্তানে ? পাকিস্তানকে বুকে জড়িয়ে নেন । ভারতকে বুকে জড়িয়ে ধরা যায় না ?
আপনাদের জন্য ক্যান্সারের রোগী মারা যাচ্ছে । কারন ভারত ভিসা দিচ্ছে না । গত দেড়মাস যাবত ইন্ডিয়ান অ্যাসিসট্যান্ট হাই কমিশনের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছি । এখনো পর্যন্ত আমাকে ভিসা দেওয়া হয়নি । ভিসা পদ্ধতি জটিল হয়ে গেছে,আপনাদের এই বিদ্বেষের কারনে । আপনাদের হিংসার কারনে ।’
পাশাপাশি একাত্তরের মুক্তি যুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করিয়ে ওই বাংলাদেশি ব্লগার বলেন,’১৯৭১ সালে ভারত যদি বাংলাদেশের জওয়ানদের নিয়ে গিয়ে প্রশিক্ষণ না দিত,ভারত যদি বাংলাদেশকে অস্ত্র সরবরাহ না করত,বাংলাদেশ নামের কোনো অস্তিত্বই থাকত না । এটা অস্বীকার করার কোনো উপায় নেই । সোজা জিনিসটা বোঝেন না কেন? সোজা জিনিসটা বুঝতে পড়াশোনা করতে হয় না । একটু অতীতটা ঘেঁটে দেখুন । পাকিস্তান এত বন্ধু, এত ভাল, পাকিস্তান মুসলিম দেশ…..। খুন, ধর্ষণ কি হয় না পাকিস্তানে ? সব কিছু হয় ।
একটা দেশের প্রতি কেন এত বিদ্বেষ ? আমরা তো নিজেরা ফাইনাল খেলতে পারিনি,লজ্জার ব্যাপার ।’
ভারত থেকে আমদানি হওয়া সামগ্রীর কথা উল্লেখ করে ওই ব্লগার বলেন,’এই যে,এটা একটা ডিম । আমার আম্মা সকালে নাস্তা করতে দিয়েছে । আগে বাংলাদেশে ডিম উৎপাদন হত । এখন ডিমের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ ভারত থেকে আমদানি করছে । আরও মজার মজার জিনিস দেখাই আপনাদের । এই যে পেয়াজ,ভারত যদি এক সপ্তাহ পেয়াজ সরবরাহ বন্ধ করে দেয় ? একবার বাংলাদেশের পেয়াজের দাম ২৫০ টাকা হয়েছিল । তোদের কি মনে নেই? কৃতজ্ঞতা প্রকাশ করা যায়না একটু ? পাকিস্তান থেকে পেয়াজ আসে ?
আবার তোরা বলবি ভারত কি ফ্রিতে দিচ্ছে? কিনে খাচ্ছি ৷ আরে ভাই,চাল ডাল চিনি কি আসে না ইন্ডিয়া থেকে ? বাজাজ পালসার,টিভিএস যে গাড়ি চালাস, এগুলো কাদের? এগুলো ইন্ডিয়ানদের । লজ্জা লাগে না ?’
এরপর ফের ভিসার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন,’আমি একটা মানুষের ভিসার জন্য গত দেড় মাস ধরে বসে আছি । কিন্তু ভিসা পাইনি ।’ তিনি বলেন,’ইন্ডিয়া থেকে ডিম আসা শুরু হয়েছে । কেন বাংলাদেশের ডিমের দাম বেড়েছে ? লজ্জা লাগে না? ইন্ডিয়া হেরে যাওয়ার পরে এত উল্লাস করার কি আছে? অনেকে বলছে আমরা ইদ উদযাপন করছি । এত ঘৃণা কেন ? আমি আমার নিজের দেশকে ভালোবাসি৷ কিন্তু আর একজনের প্রতি এত হিংসা, এত বিদ্বেষ কেন? এখন অনেকে বলবে যে ইন্ডিয়া আমাদের উপর খবরদারি করে৷ পরিবারের যে বড়,দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র ভারত । ইতিহাস জানেন? একটু পড়াশোনা করতে হয় ৷
একটা পরিবারের বড় ভাই সবসময় দেখবেন, জায়গা সম্পত্তি বেশি নিয়ে নেয়, বড় ভাই সব জায়গায় একটু খবরদারি দেখাতে চায় । ওরকমই একটু খবরদারি দেখাচ্ছে আর কি । কিন্তু আমার কথা হচ্ছে যে একটা দেশের প্রতি এতটা বিদ্বেষ কেন? পাকিস্তান তোদের এত ভালো লাগে,ভাই ? আমি পাকিস্তানকে ঘৃণা করিনা । আমি পাকিস্তান ও ইন্ডিয়া দুই দেশকেই ভালোবাসি৷’
তিনি বলেন,’কিন্তু একটা দেশের প্রতি এত বিদ্বেষ কেন? পারলে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে দেখা ।
তোদের এই বিদ্বেষের কারনে বাংলাদেশিরা ভিসা পাচ্ছে না । আমার তো ট্যুরিস্ট ভিসা,লাগবে না । কিন্তু হাজার হাজার মানুষ যারা চিকিৎসার জন্য চেন্নাই, ব্যাঙ্গালোরে যাচ্ছে ? যদি তোরা একবার ইন্ডিয়া এম্বাসি সামনে গিয়ে যদি দেখিস, কত মানুষ ভারতে চিকিৎসা করাতে যাওয়ার জন্য অপেক্ষা করছে । রোগীরা বলে, আল্লাহ, আমায় ইন্ডিয়ার ভিসাটা করে দাও,যদি আর একটা দিনও বেচে থাকি । যারা ইন্ডিয়া হেরে যাওয়ার পর উদযাপন করছেন, তারা যদি ওই সমস্ত রোগিদের অবস্থা একবারও দেখতেন, তাদের যদি কাকুতি মিনতি দেখতেন, তাহলে ইদ উদযাপন করতে পারতেন না ।’
ওই বাংলাদেশি ব্লগার আরও বলেন,’আমরা পোশাকের দোকানে গেলে ইন্ডিয়া থেকে আসা জামাকাপড় কিনি,দাম বেশি হলেও । কারন ইন্ডিয়ার জিনিসের গুনগত মান ভালো ।’ পাশাপাশি তিনি
ভারতবিদ্বেষী বাংলাদেশিদের উদ্দেশ্যে আবেদন জানান,’আপনারা নিজেদের মনটা বড় করুন । ভারত বিদ্বেষী মানসিকতা ত্যাগ করুন ।’।