এইদিন ওয়েবডেস্ক,স্পেন,২২ ডিসেম্বর : ইসরায়েলে বর্বরোচিত নৃশংস হামলার পরেও ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে সমর্থন করায় স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়কমন্ত্রী ইয়ন ব্যালেরাকে বরখাস্ত করা হয়েছে৷ সোমবার (২০ নভেম্বর ২০২৩) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন । বহিষ্কৃত মন্ত্রী হামাসের নৃশংসতার বিষয়ে মুখ বন্ধ রাখলেও ইসরায়েলের পালটা অভিযানের শুরু থেকেই সমালোচনা করছিলেন । কয়েকদিন আগে তিনি বলেছিলেন,সবার সামনেই ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গাজায় নৃশংস হামলা এবং নির্বিচারে নারী, শিশু ও বেসামরিক লোকজনকে হত্যার অভিযোগ করে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তিও দাবি করেছিলেন । ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের নিষ্ক্রিয়তাই ইসরাইলকে এ রকম গণহত্যা চালাতে উৎসাহিত করছে।এদিকে ক্যাবিনেটের এক মন্ত্রীর এই প্রকার একপেশে কথাবার্তায় চরম ক্ষুব্ধ হন স্পেনের মানুষ । শেষ পর্যন্ত ওই মন্ত্রীকে মন্ত্রীসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ।
প্রেসটিভি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো তার মন্ত্রিসভা পুনর্গঠন করেছেন।ইয়ন ব্যালেরার পরিবর্তে ক্যাবিনেটের সবচেয়ে অল্প বয়সী সদস্য পাবলো বুসটিনডুইকে সামাজিক অধিকার রক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে । বর্তমানে মন্ত্রিসভায় ২২ জন সদস্যের মধ্যে রয়েছেন ১২ জন মহিলা এবং ১০ জন পুরুষ।।