এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২২ নভেম্বর : প্রাক্তন সরকারী আইনজীবী এবং তার বোনের মুখে জোর করে বিষ ঢেলে দিয়ে মারল তালিবান। তাদের হকাবুল-নাঙ্গারহার হাইওয়েতে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় । জানা গেছে,প্রাক্তন প্রসিকিউটরের নাম নকী মোহাম্মদ তাকি৷ তাকে টেলিফোন করে নানগারহার প্রদেশে ডেকে আনা হয়। মোহাম্মদ তাকি পাঁচ দিন আগে তার বোনের সাথে কাবুল থেকে নানগারহারে গিয়েছিলেন, কিন্তু তারপর থেকে তারা নিখোঁজ হয়ে যায় । সোমবার নানগারহার প্রদেশের বেহসুদো জেলার দামান গ্রাম থেকে ভাই বোনের মৃতদেহ উদ্ধার করে খুঁজে তালেবানরা ।
নকী মোহাম্মদ তাকি পূর্ববর্তী সরকারে কাবুলের পূর্বাঞ্চলীয় অঞ্চলের অপরাধ তদন্ত বিভাগ এবং আপিল অ্যাটর্নি অফিসে দায়িত্ব পালন করেছেন ।
যদিও পূর্ববর্তী সরকারের হত্যাকাণ্ডের উদ্দেশ্য এবং অপরাধী সম্পর্কে এখনও জানা যায়নি, তবে সূত্রগুলি এই ঘটনার সাথে তালিবানদের জড়িত থাকার অভিযোগ করেছে । সূত্রটি আরও জানিয়েছে,২০১৬ সালে, নকি মোহাম্মদ তাকির ছেলে, যিনি ময়দান ওয়ারদাগো প্রদেশের জেলা অ্যাটর্নি ছিলেন, এই প্রদেশে রহস্যজনকভাবে নিহত হন । তালিবানরা এখনও এই বিষয়ে কিছু জানায়নি।
উল্লেখ্য, তালিবান শাসনের পর দেশটিতে আগের সরকারের সামরিক কর্মকর্তা ও প্রসিকিউটরদের রহস্যজনক হত্যার সংখ্যা বেড়েছে । “আফগানিস্তান প্রসিকিউটরস অ্যাসোসিয়েশন” এর দাবি অনুযায়ী, গত দুই বছরে দেশের বিভিন্ন স্থানে বিগত সরকারের অন্তত ৩৭ জন প্রসিকিউটর রহস্যজনকভাবে নিহত হয়েছেন ।।