এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,২২ নভেম্বর : নাইজেরিয়া খ্রিস্টানদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হয়ে উঠেছে বলে আন্তর্জাতিক খ্রিস্টান কনসার্ন (আইসিসি) একটি প্রতিবেদনে জানিয়েছে । আইসিসি-এর ২০২৩ “পার্সকিউটরস অফ দ্য ওয়ার্ল্ড” রিপোর্টে, নাইজেরিয়াকে তার “স্থানীয়” খ্রিস্টান-বিরোধী সহিংসতার কারণে বিশ্বের শীর্ষ নিপীড়ক হিসাবে অবিহিত করেছে । বোকো হারাম এবং ফুলানি জঙ্গিদের মতো মৌলবাদী মুসলিম সন্ত্রাসী গোষ্ঠীগুলি নাইজেরিয়াতে খ্রিস্টানদের বিরুদ্ধে বিগত ২০ বছরের গণহত্যা চালিয়ে যাচ্ছে । প্রতি সপ্তাহেই প্রচুর খ্রিস্টান পুরুষ, মহিলা এবং শিশুদের নির্মমভাবে অপহরণ, নির্যাতন এবং হত্যা করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে ।
গত বছর (২০২২ সাল) ৪ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত মাত্র ১২৮ দিনে মোট ৫৫ টি পৃথক আক্রমণের ফলে ৫৪৯ জন খ্রিস্টান মারা গেছে বলে জানিয়েছে আইসিসি ।
প্রতিবেদনে বলা হয়েছে,নাইজেরিয়ার উত্তরের ১২ টি রাজ্যে শরিয়া ফৌজদারি আইন গ্রহণ এই অঞ্চলে খ্রিস্টানদের চলমান নিপীড়নকে আরও বাড়িয়ে তুলেছে । নাইজেরিয়ান সরকার এবং বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় খ্রিস্টান এবং গির্জা স্পষ্ট লক্ষ্যবস্তু হওয়া সত্ত্বেও চলমান সহিংসতার পিছনে ধর্মীয় অনুপ্রেরণা অস্বীকার করে চলেছে ।।