এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,২১ নভেম্বর : জ্ঞানভাপি মসজিদ কমপ্লেক্সের সমীক্ষার সময়সীমা বেঁধে দিল বারাণসী আদালত । মসজিদ কমপ্লেক্সের বৈজ্ঞানিক সমীক্ষা সম্পূর্ণ করতে এবং প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও ১০ সময় দেওয়া হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে (এএসআই) । এর আগে এএসআইকে প্রতিবেদন দাখিলের জন্য ১৭ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।এএসআইয়ের আইনজীবী ১৫ দিন সময় চেয়েছিলেন । আজ আবেদনের শুনানি করা জেলা বিচারক এ কে বিশ্বেশ এএসআইকে ২৮ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন । গত ১৪ জুলাই আদালতে সওয়াল-জবাব শেষে বারাণসী জেলা আদালত হিন্দু মহিলা আবেদনকারীদের জ্ঞানভাপি মসজিদ কমপ্লেক্সের সমীক্ষার আবেদনে সাড়া দিয়ে উজুখানা ব্যতীত জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণের বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দেয় । তারপর থেকে এএসআই কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণে বৈজ্ঞানিক সমীক্ষা চালাচ্ছে ।।