দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলায় চুরির ঘটনা কার্যত রুটিন হয়ে দাঁড়িয়েছে । কালীপূজোর সময় থেকে এযাবৎ পূর্ব বর্ধমান জেলার ভাতারের একাধিক মন্দির ও সোনারূপোর গহনার একটা দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল । এবারে কাটোয়া থানার নতুনগ্রামের এক গৃহস্থের বাড়ির জানালা উপড়ে ঘরে ঢুকে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । গৃহকর্তা মবির শেখ জানিয়েছেন, আলমারির খুলে প্রায় ১৮ ভরি সোনা,১৫ ভরি রূপোর গহনা এবং ৫ হাজার টাকা চুরি হয়ে গিয়েছে । তিনি আরও জানিয়েছেন যে চোরেরা আলমারির তালা ভাঙেনি ওই ঘরের মধ্যেই আলমারির চাবি লুকিয়ে রাখা ছিল,সেটা খুঁজে বের করেছে দুষ্কৃতীরা।
জানা গেছে,নতুনগ্রাম পশ্চিমপাড়ায় বাড়ি মবির শেখের । তারা দু’ভাই । সে এবং ছোট সাবির শেখ দু’জনেই বিবাহিত । দু’ভাইয়ের পরিবার ছাড়াও বাড়িতে রয়েছেন তাদের বৃদ্ধা ঠাকুমা ও মা । মবির জানান,কাটোয়ার পার্শ্ববর্তী এলাকা পূর্বস্থলীতে
তাদের এক আত্মীয়ের বিয়ে ছিল। সেজন্য তারা সোমবার দুই ভাই মিলে সপরিবারে আত্মীয়বাড়িতে গিয়েছিলেন । বাড়িতে ছিলেন মা ও ঠাকুমা । মঙ্গলবার সকালে তিনি বাড়ি ফেরেন । কিন্তু ঘর খুলেই দেখতে পান যে একটা জানালা ওপড়ানো রয়েছে । আলমারি খোলা । আলমারিতে রাখা নতুন পোশাক পরিচ্ছদ সব ঠিকঠাক থাকলেও ১৮ ভরি সোনা এবং ১৫ ভরি রূপোর গহনাসহ ৫ হাজার টাকা চুরি হয়ে গিয়েছে । তিনি আরও বলেন,’চুরি যাওয়া গহনার মধ্যে আমাদের মায়েরও কিছু গহনা ছিল । তবে একটি কাপড়ের ভাঁজে নগদ ২০ হাজার টাকা রাখা ছিল । তবে সেই টাকা চোরের নজরে পড়েনি,ফলে ওই টাকা রক্ষা পেয়ে গেছে ।’
খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে কাটোয়া থানার পুলিশ । এদিকে এই প্রকার দুঃসাহসিক চুরির ঘটনার কথা চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।