প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ মে : যুবতীর উপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবকের জামিন ফের নাকচ করল বর্ধমান আদালত।ধৃতের নাম ধ্রুবরাজ মুর্মু। পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুহিন্দর গ্রামে তার বাড়ি।জামিনের জন্যে ধ্রুবরাজ জেলা জজের আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার বর্ধমান আদালতের অবকাশকালীন বেঞ্চে ধ্রুবরাজ মুর্মুর জামিনের শুনানি হয় ।ধৃতের আইনজীবী জামিনের দাবি করলেও যুবতীর আইনজীবী অজয় দে জামিনের তীব্র বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল শুনে অবকাশকালীন বেঞ্চের বিচারক ধ্রুবরাজের জামিনের আবেদন খারিজ করে দেন।
পুলিশ জানিয়েছে, যুবতীর বাড়ি জামালপুর থানার মুহিন্দর গ্রামেই । যুবতীর বাবা গত ১০ ফেব্রুয়ারি রাতে পাশের সাহাপুর গ্রামে পুজো দেখতে যান। ওই দিন রাত দেড়টা নাগাদ তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে তিনি দেখেন, ধ্রুবরাজ সহ তিনজন টয়লেটের গামছা দিয়ে যুবতীর গলায় ফাঁস দিয়ে ধরে আছে। যুবতীর জামাকাপড় ছিঁড়ে দেওয়া ও ছুরি দিয়ে হাত কেটে দেওয়ার পাশাপাশি যুবতীকে অ্যাসিড জাতীয় কিছু দিয়ে জখম করা হয়েছে বলেও যুবতীর বাবা দেখতে পান ।অজ্ঞান অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখে যুবতীয় বাবা বিষয়টি এলাকার সিভিক ভলান্টিয়ারকে জানান। তারপর তিনি তাঁর মেয়েকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান । যুবতীর বাবা থানায় অভিযোগ দায়ের করে যুবতীর উপর অ্যাসিড হামলা ও পাশবিক নির্যাতন চালার কথা ওই সনয়ে জানান । কিন্তু, থানা সেবার কোনও ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্ত যুবক ধ্রুবরাজ মুর্মুর বিরুদ্ধে যুবতীর উপরে দ্বিতীয়বার অ্যাসিড হামলা চালানোর অভিযোগ ওঠে ।এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ২২ ফেব্রুয়ারি অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে নিজেদের হেফাজতে নেয় ।তার পর থেকে যুবক ধ্রুবরাজ মুর্মু জেল হেপাজতেই রয়েছে ।।