প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২০ নভেম্বর : বাঁশ ও লাঠি হাতে নিয়ে একদল বিজেপি নেতা কর্মী পিটিয়ে রক্তাত করছে অপর আর একদল বিজেপি নেতা কর্মীকে। তারই মধ্যে আবার জেলা বিজেপি সভাপতির কুশপুতুল পোড়ানোর চেষ্টাও চলে।আর এ সব নিয়েই সোমবার সন্ধ্যার প্রাক্কালে রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব বর্ধমানের কালনার নিভুজি মোড় এলাকার সড়ক পথ। ঘটনায় বিজেপির দুই গোষ্ঠীরই বেশ কয়েকজন জখম হয়েছে।চিকিৎসার জন্যে সন্ধ্যায় তাদের নিয়ে যাওয়া হয় কালনা হাসপাতালে। লোকসভা ভাটের আগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এই ভাবে একেবারে রাস্তায় নেমে আসায় উৎফুল্ল তৃণমূল শিবির ।
রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প চালুর দাবি সহ রাজ্য সরকারের নানা দুর্নীতির প্রতিবাদের এদিন
বিকালে কালনার নিভুজি মোড় থেকে পদযাত্রার ডাক দেয় বিজেপি নেতৃত্ব। একই দিনে একই জায়গা থেকে আর একদল বিজেপি নেতা কর্মী বিজেপি জেলা সভাপতি পদ থেকে গোপাল চট্টোপাধ্যায়কে অপসারণের দাবি তুলে তাঁর কুশপুতুল পোড়ানোর জন্য জড়ো হয় । তখনই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বাকযুদ্ধ শুরু হয় । পরে বিজেপির দলীয় পতাকা লাগানো থাকা বাঁশ ও লাঠি হাতে নিয়ে থাকা বিজেপির দু’পক্ষের নেতা ও কর্মীরা ব্যাপক মারপিটে জড়িয়ে পড়েন। মারপিট দেখে পথ চলতি মানুষজন ভয়ে এদিক ওদিক ছোটা ছুটি শুরু করে দেন। থমকে যায় যানবাহন চলাচল । পরে পুলিল ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
কি কারণে এই মারপিট তা জানতে চাওয়া হলে বিজেপির এক পক্ষের দাবি করে,’টাকা খেয়ে বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় দলের পুরোনো দিনের কর্মীদের বিজেপির কার্যক্রম থেকে দূরে রাখছে।একই সাথে সভাপতি ও তাঁর লোকজন তৃণমূলের সাথে যোগাযোগ রেখে বিজেপি খতম করার ষড়যন্ত্র করে যাচ্ছে। এ নিয়ে আদি বিজেপি নেতা ও কর্মীরা প্রতিবাদ জানানোর জন্য পথে নামতেই গোপাল চট্টোপাধ্যায়ের দলবল তাদের আক্রমণ করে। আক্রান্ত দীপক বিশ্বাস বলেন,’সত্যি কথা বলতে গিয়ে আক্রান্ত হয়েছি৷’
যদিও বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন,“উদ্দেশ্য প্রণদিত ভাবে আমার নামে মিথ্য অভিযোগ তোলা হচ্ছে। যাঁরা বিজেপি জেলা সভাপতির কুশ পুতুল পোড়ানোর জন্যে পথে নামে তাঁরা কখনই বিজেপি কেউ হতে পারে না“।আর বিজেপির জেলা সভাপতি এসব কথা বললেও তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজ্য সভাপতি দেবু টুডু বলেন,’এটাই বিজেপির আসল স্বরুপ । কালনার বাসিন্দারা এদিন নিছের চোখে বিজেপির আসল স্বরুটা দেখলেন। এর জন্যই তো আমি বিজেপি অসভ্য বর্বর দের দল । বাংলার মানুষ একুশের বিধানসভায় এই বিজেপিকে বাংলা থেকে তাড়িয়েছে। ২৪ শের লোকসভা ভোটে গোটা দেশের মানুষ অসভ্য বর্বর বিজেপি দলটাকে কন্দ্রের শাসন ক্ষমতা থেকে বিদায় দিয়ে দেবে ।’।