এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৩ মে : বকেয়া বেতন চাইতে গেলে শ্রমিকদের গুলি করে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে । বাঁকুড়ার বিষ্ণুপুর দ্বারিকা শিল্প তালুকের ঘটনা। রোহিত প্রাইভেট লিমিটেড নামে ঐ বেসরকারী কারখানার এজিএম অশোক কুমার মিশ্রের ঐ হুমকি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল । ভাইরাল হওয়া ভিডিওতে শোনা ও দেখা যাচ্ছে, এজিএম অশোক কুমার মিশ্র আঙ্গুল উঁচিয়ে কয়েক জনের উদ্দেশ্যে বলছেন, ‘আমার বাড়িতে ঢুকলে আমি গুলি মারবো’। যদিও অভিযুক্ত এজিএম ঐ গুলি চালানোর কথা বলেননি বলে দাবি করেন ।
কারখানার শ্রমিকদের দাবি, ফ্যারো বিভাগ বর্তমানে বন্ধ। ওখানে ৯৩ জন শ্রমিক মাসে ১২ দিন কাজ ও দৈনিক ২২২ টাকা হিসেবে বেতন পান। কিন্তু ঐ সামান্য বেতনও গত তিন মাস পাননি । এর মাঝেই দু’জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছেন । আর বকেয়া বেতন চাইতে গেলে কারখানা কর্তৃপক্ষ তাঁদের গুলি করে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ শ্রমিকদের ।
যদিও শ্রমিকদের এই অভিযোগ অস্বীকার করেছেন কারখানার এজিএম অশোক কুমার মিশ্র । তিনি বলেন, ‘শ্রমিকরা এসে গালিগালাজ করছিলেন । গুলি চালানোর কোনো কথা বলিনি । নিরাপত্তারক্ষীদের বলেছি বিষয়টি দেখতে।’।