দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২০ নভেম্বর : কালীপূজোর আবহে কয়েকটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । ওই ঘটনায় বিগ্রহের কয়েক লক্ষ টাকার গহনা চুরি করে পালায় দুষ্কৃতীরা । যদিও সেই চুরির ঘটনার এখনো পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি পুলিশ । আর তার জের মিটতে না মিটতেই ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে ভাতারে । এবারে ঘটনাস্থল ভাতার থানার দেবপুর বাজার । রবিবার রাতে উত্তম কর্মকার নামে জনৈক এক ব্যবসায়ীর সোনারূপোর গহনার দোকানের শাটার ভেঙে কয়েক লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দল । উত্তম কর্মকার জানিয়েছেন,তাঁর দোকান থেকে প্রায় পাঁচ কেজি রুপোর গহনা এবং চার ভরি সোনার গহনা চুরি হয়ে গেছে । তাঁর আরও অভিযোগ যে আগেও তাঁর দোকানে চুরি হয়েছে,এখনো পর্যন্ত সেই চুরির কোনো কিনারা হয়নি । এনিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।
জানা গেছে,দেবপুর বাজারে প্রায় শ’দেড়েক দোকানপাট রয়েছে । উত্তম কর্মকারের দোকানটি রয়েছে দেবপুর বাজার সংলগ্ন দেবপুর-কামারপাড়া রোডের ঠিক পাশেই । আজ সোমবার সকালে অনান্য ব্যবসায়ীরা নিজের নিজের দোকান খুলতে এসে দেখেন উত্তমবাবুর দোকানের শাটার, কোলাপসিপেল গেট ভাঙা অবস্থায় রয়েছে । তারপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেবপুর বাজারে ছুটে আসেন উত্তমবাবু । তিনি দোকানে ঢুকে দেখেন দোকানের আলমারির লকারের তালা ভাঙা । লকারের ভিতরে রাখা প্রায় পাঁচ কেজি রুপোর গহনা এবং চার ভরি সোনার গহনা মিলিয়ে কয়েক লক্ষ টাকার অলঙ্কার উধাও হয়ে গেছে ।
জানা গেছে,সম্প্রতি ভাতার থানার উদ্যোগে দেবপুর বাজারে সিসিটিভি ক্যামেরা বসানো হয় । তবে বাজার কমিটি না থাকায় কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না । রবিবার রাতে বাজারে সিভিক পুলিশের উপর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল । তারই মাঝে ঘটে যায় দুঃসাহসিক চুরির ঘটনাটি । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন তিনি এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করবেন ।।