এইদিন ওয়েবডেস্ক,সাম্বা (জম্মু-কাশ্মীর),২০ নভেম্বর : গরুপাচার চক্রের কিংপিনকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীরের সাম্বা পুলিশ । ধৃতের নাম হামিদ দিন । সে জম্মু জেলার বিষ্ণার খেরির বাসিন্দা । উদ্ধার হয়েছে বেশ কিছু গবাদি পশু । পাশাপাশি চুরির জন্য ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ । ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪৫৭ (অপরাধ করার জন্য বাড়িতে লুকিয়ে থাকা বা রাতে বাড়ি ভাঙা) এবং ৩৮০ (বাড়িতে ঢুকে চুরি) প্রভৃতি ধারার একটি মামলা সাম্বার পুরমন্ডল থানায় নথিভুক্ত করা হয়েছে ।
প্রসঙ্গত,সাম্প্রতিক কিছু সময় জম্মু-কাশ্মীরের সাম্বার পুরমন্ডল থানা এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে একের পর এক গবাদি পশু চুরি যাচ্ছিল । অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ শেষে রাহুল নগরের এসডিপিও বারি ব্রাহ্মনা, সাম্বার অতিরিক্ত এসপি সুরিন্দর চৌধুরী এবং পুরমন্ডল এসএইচও বিজয় ভার্মার সমন্বয়ে গঠিত পুলিশ বাহিনী নেতৃত্বে গবাদি পশুচুরি চক্রের মাস্টার মাইন্ড হামিদ দিনকে হাতেনাতে ধরে ফেলে । সাম্বার এসএসপি সাধারণ মানুষকে তাদের গৃহপালিত নিরাপদ স্থানে রাখার জন্য অনুরোধ করেছেন যাতে গবাদি পশু ও গরু চোরাচালানকারীদের হাতে পশুদের সাথে সংগঠিত হওয়া নিষ্ঠুরতা এড়ানো সম্ভব হয় ।।