অনেকদিন পত্র লিখিনি তোমায়
সেই যে কবে শেষ লিখেছিলাম মনে নেই। হয়তো তোমারও নেই মনে,
মনে নেই সেই পুরোনো কাগজের বুকে কালির অক্ষরগুলোকে।
যে অনুভূতিরা একদিন ঝরে পড়েছিল কাগজের কোলে …শুধু তোমায় ভালোবেসে।
আজ আবার কলম ধরেছি শুধু তোমারই জন্য। হয়তো বা শেষ বারের মতোই..
কেমন আছো তুমি?
একদিন আমায় একটু চোখের দেখা দেখবে বলে প্রহরের পর প্রহর অপেক্ষায় থেকেছ … মনে পড়ে?
আর আজ !
সময়, নিজের মতই বদলে যায়..
ভালো আছো তো তুমি?
তোমার পৃথিবীতে হয়তো আজ অজস্র আলো মালায় আলোকিত ..
হয়তো তুমি নিত্য উষ্ণতায় নিজেকে মাতিয়ে রাখো। চির আকাঙ্ক্ষিত তুমি, মনের প্রতিটি কোণে হয়তো সুখের কিরণমালার আলোড়ন।
ভুল করেও মনে পড়ে না আমায় জানি।
স্বপ্ন খচিত আমার অতীতের সেই চিরকুমার তুমি।
সেদিনটা যেমন মিথ্যে ছিল না, আজকের এই ভুলে যাওয়াটাও যে ততটাই সত্য।
একসাথে পায়ে পায়ে চলার অঙ্গীকার , সব মুহূর্তরা যেন এখনও থমকে দাঁড়িয়ে আছে।
মনে পড়ে সেই দিনের কথা .. যেদিন কঠিন শব্দগুলো অনায়াসে তোমার অন্তর থেকে কণ্ঠ ছুঁয়ে আমার কানে এসে বজ্রপাত করেছিল।
সেদিন আমার হৃদয়টাকে চুরমার করে দিয়েছিলে.. ভুলিনি আমি, ভুলতে পারিনি আজও..
ঠিক কাঁচের মতই ভেঙেছিল স্বপ্নগুলো।
ভালো আছো তো তুমি? হয়তো
তোমার পৃথিবীতে অজস্র আলো মালায় আলোকিত আজ..
নিত্য উষ্ণতা মাখিয়ে রাখে তোমায়। আমাকে হয়তো
ভুল করেও মনে পড়ে না তোমার।
কিন্তু আমি? ভুলতে পারিনি তো আজও!
স্বপ্ন খচিত আমার অতীতের চিরকুমার তুমি।
মিথ্যে অনুভূতি ছিল না সে জানো?
এক লহমায় সেদিন দূরে ঠেলে দিলে … রক্তক্ষরণ হতে হতে আজও রক্তাক্ত হৃদয়ের আর্তনাদ শুনতে পাই …
তুমি ভালো আছো গো?
একবার বলো ভালো আছো তুমি! তাহলে আমি আজ নিশ্চিন্তে চলে যেতে পারি, আমার ঠিকানায়, ওই অন্তরীক্ষে।
হাতছানি দিয়ে ডাকছে যে আমায়.. সময় যে ফুরিয়ে এলো.. যাবার বেলায় শেষ কথাটি জেনে যেতে চাই.. বলো ভালো আছো তুমি?