এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,১৯ নভেম্বর : ফাইনাল ম্যাচের মনস্তাত্ত্বিক চাপ কাটাতে পুরোপুরি ব্যর্থ হলেন রোহিত শর্মারা । যেকারণে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ব্যাটিং পিচেও বড় রান করতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া । রোহিত শর্মা ও বিরাট কোহলি প্যাভিলিয়নে ফেরত যেতেই তাসের ঘরের মত ভেঙে পড়ল ভারতের ইনিংস । অবশেষে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে শোচনীয় পরাজয় বরণ করতে হল তাদের । এনিয়ে ষষ্ঠ বারের মত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া ।
টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া । ভারত ৫০ ওভারে মাত্র ২৪০ রানে অল আউট হয়ে যায় । ভারতের দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ট্র্যাভিস হেডের সেঞ্চুরি এবং লাবুশেনের অর্ধশতকের সাহায্যে ৪৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া ।
মাত্র ৪৭ রানে তিন উইকেট হারানো অস্ট্রেলিয়াকে টেনে তোলেন ট্র্যাভিস হেড। লাবুসচেন তাকে চমৎকার সমর্থন দিয়েছেন। হেড ১২০ বলে ৪ ছক্কা এবং ১৫ টি বাউন্ডারির সাহায্যে ১৩৭ রান করেন । শেষে সিরাজের বোলিংয়ে শেষ পর্বে তিনি আউট হন । ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ২ উইকেট এবং শামি নেন ১ উইকেট ।।