এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৯ নভেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউডের হিট সিনেমা ‘ধুম’ পরিচালক সঞ্জয় গাধভির । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর । আজ রবিবার সকালে মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের লোখান্ডওয়ালা ব্যাকরোডে মর্নিং প্রাতঃভ্রমণ করার সময় হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তাঁর । সঙ্গে সঙ্গে তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে সঞ্জিনা ।
গুজরাটি পরিবারের জন্ম হলেও সঞ্জয় গাধভি থাকতেন মুম্বাইয়ের আন্ধেরিতে । সেখানেই তাঁর বেড়ে ওঠা । ২০০০ সালে ‘তেরে লিয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সঞ্জয় গাধভি । তবে অর্জুন রামপাল ও রবিনা ট্যান্ডন অভিনীত ছবিটি অর্থের অভাবে মুক্তি পায়নি । পরে ২০০২ সালে যশ রাজ ফিল্মসের প্রযোজনা এবং সঞ্জয় গাধভির পরিচালনায় ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ ছবিটি মুক্তি পায় । এটিই মুক্তি পাওয়া সঞ্জয়ের প্রথম সিনেমা । ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় ।
এরপর সঞ্জয়ের পরিচালনায় ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ধুম’ সিনেমাতেও আসে বিরাট সাফল্য । এছাড়া ‘কিডন্যাপ’, ‘আজব গজব লাভ’-এর মতো সিনেমা তৈরি করেছেন সঞ্জয় ।
তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড জগত । ‘হাম তুম’ এবং ‘ফানা’ পরিচালক কুনাল কোহলি সহ অনেক বলিউড অভিনেতা এবং অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় গাধবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।।