এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৩ মে : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল । বৃহস্পতিবার সকালে মঙ্গলকোট থানার দেবগ্রাম ও কেশবপুর গ্রামের মাঝামাঝি এলাকায় সেচের জন্য সরকারি ডিপটিউবওয়েলের ঘরের সামনে একটি গাছ থেকে ওই যুবককে ঝুলতে দেখেন স্থানীয় লোকজন । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ । পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম আসলাম খান(৩৪) । তাঁর বাড়ি রাজস্থানের রাধানগরী এলাকায় । মানসিক অবসাদেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ।
জানা গেছে,বেশ কিছুদিন আগে একটি দলের সঙ্গে মঙ্গলকোটের নতুনহাটে শ্রমিকের কাজে এসেছিলেন আসলাম খান । দলের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বুধবার রাতে স্ত্রীর সঙ্গে ফোনে দীর্ঘক্ষন কথা বলেন আসলাম । তাঁদের দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় । তারপরেই ডেরা থেকে আচমকা নিখোঁজ হয়ে যান ওই যুবক । এরপর এদিন সকালে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা গেছে, দেবগ্রাম ও কেশবপুর গ্রামের মাঝামাঝি এলাকায় সেচের জন্য সরকারি ডিপটিউবওয়েল রয়েছে । এদিন সকালে স্থানীয় কয়েকজন কৃষক মাঠে গিয়ে দেখতে পান ওই ডিপটিউবওয়েল ঘরের সামনে একটি গাছ থেকে প্যান্ট শার্ট পড়া এক যুবকের দেহ ঝুলছে । তাঁর থুতনির নিচে নামানো রয়েছে মাস্কটি । প্রথমে ওই যুবকের নাম পরিচয় জানতে পারেনি স্থানীয় লোকজন । পরে পুলিশ এসে খোঁজখবর নিয়ে জানতে পারে কয়েকজন আত্মীয়সহ একটি দলের সঙ্গে জনমজুরের কাজে নতুনহাটে এসেছেন রাজস্থানের বাসিন্দা ওই যুবক । পুলিশ মৃত যুবকের বাড়িতে খবর পাঠিয়েছে বলে জানা গেছে ।।