এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,১৯ নভেম্বর : দিল্লির মসনদে বসার মরিয়া প্রচেষ্টা লক্ষ্য করা যায় ফিরোজ খান-ইন্দিরা নেহেরুর পৌত্র রাহুল গাঁধিকে । নিজের আসল ধর্ম পরিচয় লুকিয়ে নিজেকে হিন্দু ‘সাধক’ প্রমান করার জন্য কোনো কসুর করছেন না তিনি,লক্ষ্য হিন্দু ভোটব্যাঙ্কের মন গলানো । তার দলের নেতাদের মধ্যেও একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে । ইদানিং কংগ্রেস নেতাদের প্রায়ই মন্দিরে মন্দিরে হানা দেওয়ার প্রবনতা বেড়ে গেছে,কারন সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন । কিন্তু সব সীমা অতিক্রম করে গেছেন মধ্যপ্রদেশের রতলাম সিটি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পারস সাকলেচা ।
সদ্য মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন হয়ে গেছে । ভোট পূর্ববর্তী ও পরবর্তী সমীক্ষায় মধ্যপ্রদেশে ফের দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার ফিরে আসার কথা বলা হয়েছে । এতে ব্যাকুল হয়ে উঠেছে কংগ্রেসের প্রার্থীরা । আর তারই লক্ষণ দেখা গেল রতলাম সিটি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পারস সাকলেচার মধ্যে ।
ওই কংগ্রেসের প্রার্থীর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা গেছে যে একজন ফকিরকে প্রনাম করছেন কংগ্রেস প্রার্থী সাকলেচা । তখন ফকির একটা চপ্পল দিয়ে তার মাথায় ও গালে বেদম পেটাচ্ছে । ফকিরের চপ্পল মার এতটাই বেশি হয়ে গিয়েছিল যে আশপাশে থাকা কংগ্রেস প্রার্থীর অনুগামীরা তাকে থামার জন্য আবেদন জানাতেও শোনা গেছে ।
অমর উজালার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভক্তদের জুতোপেটা করে ফকির বাবার দোয়া দেওয়াই নাকি রীতি । আর জুতো পেটা খেয়ে তাবড় নেতা এবং রাজনীতিবিদদের কপালও ফিরে গেছে বলে দাবি করে কেউ কেউ । সেই কারনে রতলাম শহরের উপকণ্ঠে মহউ রোডে রাস্তার ধারে ফুটপাতে যেজায়গায় ওই ফকির বসে থাকেন ভোটের সময় সেখানে নেতাদের আনাগোনা লেগেই থাকে ।।