ভিতর ভিতর ঘুণ ধরেছে
কবিতা তাই নিরুদ্দেশে,,,,,,
শেষের কবিতা শেষের দিন
নেই আর বেশিদিন।
মৃত্যু হয়েছে শাঁখের করাত
দেনা পাওনার জমা খরচ;
নারী ছেড়া ধন আগলে রাখি
যাওয়ার বেলায় পিছু ডাকি!
চাঁদের ঘরে চাঁদের বুড়ি
শেষ হয়েছে সময় ঘড়ির,,,,,
ইচ্ছেরা কয় জীবন নয় চিরস্থায়ী
মৃত্যুর কাছে নয় সে জয়ী,,,
পাহাড়ের গায়ে অস্ত রাগে
প্রেম ছুঁয়ে যায় অনুরাগে,
ভালোবেসে বদ্ধ হলো
সর্বগ্রাসী মন অতলে।
ছিড়ে ছিড়ে যায় মায়ার বাঁধন
যাওয়ার বেলায় অতৃপ্ত মন,,
ভালো থাকার সূচিপত্র প্রকাশ হলো
হাপ রিলেতে।
কি বা পেলাম যুদ্ধ করে
শেষ খেলায় হেরে গিয়ে।
বলতে পারো সময়পাখি
যদি হয় পুনর্জন্ম
ফেলে রাখা সংসারেতে,
নিজের করে বাসবে ভালো
সবাই মনে রাখবে বলো!
যে মেয়েটার জীবন ছিলো বড্ডো এলোমেলো।।