এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ নভেম্বর : ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন পোশাকের রঙ গেরুয়া করা হয়েছে । বর্তমানে গেরুয়া রঙের পোশাক পরেই অনুশীলন করছেন রোহিত শর্মার দল । কিন্তু অনুশীলন পোশাকের রঙ গেরুয়া করায় বেজায় চটেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । শুক্রবার মধ্য কলকাতার পোস্ত বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বক্তব্য রাখার সময় এনিয়ে ক্ষোভ প্রকাশ করে তাকে বলতে শোনা যায়,’এখন তো সব গেরুয়া করে দিল । আমরা ভারতীয় দলের খেলোয়াড়দের জন্য গর্বিত এবং আমি বিশ্বাস করি যে ভারত বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে । ওখানেও গেরুয়া করে দিল । ভারতীয় দল যে পোশাক পরে অনুশীলন করে, সেই পোশাকও গেরুয়া করে দিল ।’
মুখ্যমন্ত্রীর গেরুয়া রঙে আপত্তিতে বিভিন্ন জনে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় । বর্তমানে সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ হ্যাশট্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন্ড চলছে । ভারতীয় জনতা যুবমোর্চার রাজ্য সভাপতি তরুনজ্যোতি তিওয়ারি মমতা ব্যানার্জির বক্তব্যের ভিডিও শেয়ার করে বলেছেন,’গেরুয়া নিয়ে এত রাগ কেন মাননীয়া? ভারতের দলের অনুশীলনের পোশাকের রঙ যদি গেরুয়া হয় তাহলে আপনার অসুবিধা কোথায় ? ভারতের জাতীয় পতাকাতেও গেরুয়া আছে, পালটে ফেলবেন নাকি ? নাকি বাংলাদেশের জাতীয় পতাকা আপনার বেশি ভালো লাগে? পাকিস্তানেরটা ভালো লাগে আমরা জানি । সে লাগতেই পারে,আপনার ব্যক্তিগত ব্যাপার । তো,গেরুয়ার উপর এত রাগ কেন ? বিভিন্ন সময় গেরুয়া নিয়ে বিভিন্ন মন্তব্য করেন । সাধুসন্তদের বসন নিয়ে আপনার দলের নেতারাও বিভিন্ন মন্তব্য করে । বারবার গেরুয়ার উপর রাগ কেন দেখান মাননীয়া, কি অসুবিধা আছে ?’
এই বিষয়ে আজ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন,’মুখ্যমন্ত্রী কি জার্সির রঙ শবুজ করে দেবেন ? নাকি নীল সাদা করে দেবেন ? বিসিসিআই স্বশাসিত সংস্থা,ওরাই সিদ্ধান্ত নিয়েছে । উনি রোহিঙ্গা ভোটব্যাঙ্কের জন্য সুড়সুড়ি দিয়ে এই কথা বলছেন ।’।