এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৮ নভেম্বর : ফের অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম হল এক পাকিস্তানি সন্ত্রাসবাদী । ওই সন্ত্রাসবাদীর নাম তাজ মুহম্মদকে ( Taj Muhammad)। সে মোস্ট ওয়ান্টেড জইশ-ই-মোহাম্মদ (Jaish-E-Mohammad) সন্ত্রাসী আবদুল রউফ আসগরের (Abdul Rauf Asghar) আত্মীয় ছিল । জইশ-ই-মোহাম্মদের সক্রিয় সন্ত্রাসী ছিল তাজ মুহম্মদ । কিন্তু পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার(Khyber Pakhtunkhwa) বারা (Bara) শহরে অজানা বন্দুকধারীদের হাতে খতম হয়েছে ওই সন্ত্রাসবাদী ।
তাজ মুহম্মদ ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের জম্মু-কাশ্মীরে ছিল। পরে ২০১৯ সালের এপ্রিলে সে নেপাল ও দুবাই হয়ে পাকিস্তানে ফিরে যায় । পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ভারতের জম্মু-কাশ্মীরে একাধিক নাশকতা চালিয়ে ছিল জইশ-ই-মোহাম্মদের সন্ত্রাসবাদী তাজ মুহম্মদ । ভারতের মোস্ট ওয়ান্টেড ওই সন্ত্রাসবাদী অবশেষে খতম হল অজ্ঞাত বন্দুকধারীর হাতে ।।