এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৮ নভেম্বর : ছটঘাট পরিদর্শনে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে । শনিবার কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাট এলাকায় তোরসা নদীর পাড়ে ছটঘাট পরিদর্শনে গেলে দু’একজন তৃণমূলকর্মী বিধায়কের পিছনে ‘গো ব্যাক’ স্লোগান তুলে বিক্ষোভ দেখায় । বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন,’এরা তৃণমূলের সমাজবিরোধী, নিজের দলের লোককেই বিক্ষোভ দেখায়,এদের কাছে এর থেকে বেশি আর কি আশা করা যায় । এটা তৃণমূলের কালচার । বালি চুরি, কয়লা চুরি,গরু চুরি,চাকরি চুরি করে একের পর এক তৃণমূলের নেতামন্ত্রীরা জেলে ঢুকছে ।’
পাশাপাশি বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে অভিযোগ তোলেন,’ফাঁসির ঘাটে সেতু করার জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বারবার অনুরোধ করেছিলাম । কিন্তু উনি প্রতিবারই জবাব দেন যে টাকা নেই । কেন্দ্র সরকারের সাহায্যে সেতু নির্মানের জন্যেও আমি প্রস্তাব রেখেছিলাম । কিন্তু এযাবৎ কোনো সদুত্তর পাইনি ।’
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের দাবি যে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রাখার কারনে সৃষ্ট অসন্তোষের জেরেই এদিন বিজেপি বিধায়ককে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে । পাশাপাশি বিজেপি বিধায়কের ছটঘাট পরিদর্শনকে তিনি ‘ধর্মের সুড়সুড়ি দিতে গেছেন’ বলেও মন্তব্য করেছেন ।।