শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),১৭ নভেম্বর : থিম আর সাবেকিয়ানায় জমজমাট পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ও কাটোয়ার কার্তিক পূজো । প্রতি বছর কার্ত্তিক মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে পূজিত হন দেবসেনাপতি । রাজ্যের বিভিন্ন জেলায় ব্যক্তিগত স্তরে কার্তিক পূজো হলেও পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ও কাটোয়ায় সার্বজনীন কার্তিক পূজো হয় । শারদোৎসবের পর ফের মেতে ওঠে জেলার ওই দুই স্থান । বিশেষ করে কাটোয়ার কার্তিক লড়াইয়ের সুখ্যাতি আছে রাজ্য জুড়ে । রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর দর্শনার্থী ভিড় জমান কাটোয়ায় । তবে কোনো অংশে কম নয় পূর্বস্থলীর কার্তিকপূজো । আজ শুক্রবার সন্ধ্যা থেকেই পূর্বস্থলীর পূজো মণ্ডপগুলিতে দেখা গেছে দর্শনার্থীদের ঢল ।
বেলা বাড়তেই মন্ডপে মন্ডপে শুরু হয়েছে পুজাচর্না। কোথাও কমলেকামেনী তো কোথাও আকাল বোধন, মহিষমর্দিনী, রামবারনের যুদ্ধ, সন্তোষীমা, কৃষ্ণকালী, হরিহর, রামসীতা প্রভৃতি দেবদেবীর পুজো হচ্ছে। পূর্বস্থলীসহ মজিদা, লক্ষীপুর, মেড়তলা নবপল্লী, পারুলিয়া অঞ্চল জুড়ে এবার প্রায় দেড়শোর বেশী পূজো হচ্ছে । পূর্বস্থলীর পুরাতন বাজারপাড়া অকাল বোধন, জোড়াবাঘ বিন্ধ্যবাসীনি, বৈদিকপাড়ার কৃষ্ণকালী, আদিস্টেশন বাজারের শিবপার্বতী। হাসপাতালপাড়ার কমলেকামেনী, পলাশপুলি সদগোপপাড়ার রামরাবনের যুদ্ধ, কাস্টশালীর মুক্তকেশী, চুপি নাথপাড়ার সমুদ্রমন্থনের মাধ্যেমে কৈলাসখন্ড, চৌরঙ্গীর মহিষমর্দিনী, কাস্টশালীর চেনকার্তিক, বোমকার্তিক, ধাড়াপাড়ার বড় মহিষমর্দিনী কৈবত্যপাড়ার ছোট মহিষমর্দিনী প্রভৃতি থিমের পূজো হচ্ছে পূর্বস্থলীতে ।
যদিও পূর্বস্থলীর কার্তিক পুজোয় দেবসেনাপতি কার্তিকের সংখ্যা কম। তুলনায় অনান্য দেবদেবীরা পূজির হচ্ছেন এখানে । চুপি ও স্টেশন বাজার এলাকায় মেলা বসেছে । রবিবারও কার্তিক পূজোর রেশ থাকবে পূর্বস্থলীতে ।।
দেখুন ভিডিও 👇