অতীত কালে আপ্যায়নে ছিল ভীষণ মজা
ঘটিতে জল, থালায় চিনি খেতেন বসে ভজা।
অতীত কালের মানুষ সকল ছিলেন সাদামাটা
দিতেন খেতে গুড় বাতাসা মুড়ি দিতেন কটা।
ছোট ছোট মোড়া পেতে দিতেন কুটুম এলে
আতা লেবু সাজিয়ে দিতেন, দিতেন তাজা ফলে।
ভাতের সাথে মাছের মুঁড়ো জমে হতো ক্ষীর
শরীর তাজা সবাই রাজা মস্ত বড় বীর।
তখন ছিল ভালো সময় এখন সময় কালো
এসো সবাই একসাথে ভাই জ্বালাই মনে আলো।
আপ্যায়নে বদল আনি সাথে ভালোবাসা
ভালোবাসা ভীষণ দামি নয় সর্বনাশা ।
ফুলের মতো জীবন ছিল তখন মানুষ জনের
সকল মানুষ ছিলেন কিন্তু ভীষণ ভালো মনের।।