এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,১৭ নভেম্বর : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পর এবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোমাবাজিতে খুন হলেন এক তৃণমূল নেতা । রূপচাঁদ মণ্ডল নামে ওই তৃণমূল কংগ্রেসের নেতা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন । এই ঘটনার প্রতিবাদে বারাসাতের কামদেবপুর হাটের পাশে ৩৪ নং জাতীয় সড়ক (NH 34) অবরোধ করে রাখে মৃত নেতার অনুগামীরা ।
জানা গেছে,৩৪ নং জাতীয় সড়কের পাশে কামদেবপুরের হাট বসানো নিয়ে দিন কয়েক আগে রূপচাঁদ মণ্ডলের সঙ্গে কয়েকজনের ঝামেলা হয়েছিল । যদিও পরে বিষয়টি নিয়ে তেমন জলঘোলা হয়নি । বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ কামদেবপুর হাটের একটি দোকানে বসেছিলেন রূপচাঁদ মণ্ডল । সেই সময় তার কাছে একটি ফোন আসে । ফোন রিসিভ করার পর তিনি সেই দোকান থেকে বেরিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন,আর ঠিক সেই সময়ই তার উপর হামলা হয় ।
জানা যায়,দুষ্কৃতীরা রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে বোমাবাজি শুরু করে । তিনি ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন । খবর পেয়ে আমডাঙ্গা থানার পুলিশ তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে আমডাঙ্গা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বারাসতে রেফার করে দেয় চিকিৎসকরা । কিন্তু ওই তৃণমূল নেতাকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে পরিকল্পিত ভাবেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে । পুলিশ জানিয়েছে,হত্যাকারীদের সন্ধান চলছে ।।