এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ নভেম্বর : আজ ১৭ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০ বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে । পাশাপাশি ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ৭০ টি আসনে ভোট হচ্ছে । দু’রাজ্যেই ভোট কেন্দ্রে লাইন দেখা যাচ্ছে। ছত্তিশগড়ে প্রথম দফার ভোট হয়েছে ৭ নভেম্বর। মধ্যপ্রদেশের ২,৫৩৩ জন এবং ছত্তিশগড়ে ৯৫৮ জন প্রার্থীর ভাগ্য ইভিএমে বন্দি হবে । নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট ৬৪,৬২৬টি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । নকশাল প্রভাবিত এলাকায় বিকাল ৩টা পর্যন্ত ভোট হবে। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সহ ৫টি রাজ্যের নির্বাচনের ফলাফল ৩ ডিসেম্বর প্রকাশিত হবে ।
এদিকে মধ্যপ্রদেশের নর্মদাপুরমের মাখন নগরে বিজেপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে । এই ঘটনায় পুলিশ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। ভাঙচুরের ভিডিওটিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে কংগ্রেস প্রার্থী পুষ্পরাজ সিং প্যাটেলের নেতৃত্বে বিজেপির কার্যালয় ভাঙচুর করতে দেখা যাচ্ছে কংগ্রেস কর্মীদের। বিজেপি কর্মীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। বিবাদ বাড়তে দেখে থানার বাইরে বিপুল সংখ্যক বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে ।।