এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১২ মে : কোভিড আক্রান্ত পরিবারকে অছ্যুৎ না করে রেখে পাশে দাঁড়ানোর জন্য সরকারিভাবে বারবার আবেদন জানানো হলেও বাস্তবে ঠিক তার উলটোটা ঘটছে । পাশে দাঁড়ানো তো দুরের কথা কোনও পরিবারের কেউ কোভিড আক্রান্ত হলে সেই পরিবারের বাড়ির ত্রিসীমানা দিয়ে ঘেঁষছে না প্রতিবেশীরা । ফলে নিত্যদিনের বাজারহাট থেকে শুরু করে রোগীর অক্সিজেন, ওষুধসহ অনান্য পরিষেবা পেতে গিয়ে সঙ্কটে পড়তে হচ্ছে রোগীর পরিবারকে । এই পরিস্থিতিতে কাটোয়ায় কোভিড আক্রান্ত পরিবারের সাহায্যার্থে এগিয়ে এল ‘প্রতিবাদ ক্লাব’ নামে স্থানীয় একটি ক্লাব । রোগীর পরিবারিকে বিনামূল্যে বেশ কিছু পরিষেবা দিচ্ছে ক্লাবটি । এনিয়ে ক্লাবের পক্ষ থেকে এলাকায় ব্যানার টাঙানো হয়েছে । কি কি পরিষেবা দেওয়া হবে তা উল্লেখ করা রয়েছে ওই ব্যানারে । পাশাপাশি যোগাযোগের জন্য দেওয়া হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর । এই অতিমারী পরিস্থিতিতে স্থানীয় একটি ক্লাবের এই প্রকার উদ্যোগে কিছুটা হলেও স্বস্তিতে কাটোয়াবাসী।
কাটোয়া শহরের গোয়ালপাড়ায় রয়েছে ‘প্রতিবাদ ক্লাব’ । কোভিড আক্রান্ত পরিবারের সহায়তার জন্য ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে বেশ কিছু পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । আপতকালীন অক্সিজেন সরবরাহ, অক্সিমিটারের সাহায্যে অক্সিজেনের মাত্রা মাপা,ব্লাড প্রেসার মাপা,এমনকি কোভিড আক্রান্ত পরিবারের বাজারহাট,ওষুধসহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়িতে পৌঁছে দেওয়া প্রভৃতি পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে ক্লাবের পক্ষ থেকে । এলাকায় এনিয়ে ব্যানার টাঙিয়ে প্রচারও করা হয়েছে। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর ।
জানা গেছে, পরিষেবা দেওয়ার জন্য ক্লাবের ১০-১২ জন সদস্যকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে । ওই দলই কোভিড আক্রান্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে রোগীর ওষুধ থেকে যাবতীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে আসছে । তবে আপাতত কাটোয়ার গোয়ালপাড়া, মালোপাড়া,থানারোড পাড়া, ভেটেরাপাড়াসহ কয়েকটি এলাকার বাসিন্দাদের জন্য এই পরিসেবা চালু করা হয়েছে বলে জানা গেছে । বিগত দু’দিন ধরে ‘প্রতিবাদ ক্লাবের’ পক্ষ থেকে চালু করা হয়েছে জরুরি ভিত্তিক এই বিশেষ পরিসেবা ।
ক্লাবের সম্পাদক সৌমেন ঘোষ বলেন, ‘আপৎকালীন পরিস্থিতিতে রোগীকে অক্সিজেন দিয়ে সহায়তা করে হাসপাতালে পৌছানোর মতন ব্যবস্থা করছি আমরা । কিন্তু আমাদের হাতে
আপাতত একটি মাত্র অক্সিজেন সিলিন্ডার রয়েছে ।আরও কয়েকটি সিলিণ্ডার আনার ব্যবস্থা করা হচ্ছে।’।