এইদিন ওয়েবডেস্ক,হালিশহর(উত্তর ২৪ পরগনা),১৬ নভেম্বর : ‘হিন্দু বিরোধী সরকার’কে উপড়ে ফেলার আহ্বান জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিহারের বাসিন্দা হিন্দুদের পবিত্র উৎসব ছট পূজো উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের ‘শ্রীশ্রী সূর্য পূজা সমিতি’ দ্বারা আয়োজিত সভায় উপস্থিত হয়ে ব্রত পালনকারীদের শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী । সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন,’ছট পুজো বিহারের মধ্যে সীমিত নেই,এটা গোটা সনাতন সমাজের উৎসব । গোটা ভারত জুড়ে ছট পূজো উৎসব হয় ।’ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম না করে তাঁর উদ্দেশ্যে শুভেন্দু বলেন,’পশ্চিমবঙ্গের প্রধান কান খুলে শুনুন,আগামী দিনে বাঙালি আর বিহারীর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলবে না । যোগী আদিত্যনাথজি বলেছেন,প্রথমে আমরা ভারতীয়, তারপর আমরা হিন্দু । বাঙালি আর বিহারীর মধ্যে প্রাচীর খাড়া করে এই চোরের সরকার হয়েছে । এরা নিয়োগ দূর্নীতি করে,পুরো দল এখন জেলে । এরা রেশনের আটা,গম, চাল চুরি করেছে । পুরো গ্যাং জেলে চলে গেছে । এই গরু পাচারকারীদের আগামী দিনে বাংলা থেকে সমূলে উপড়ে ফেলতে হবে ।
কোনো বাঙালি অবাঙালি চলবে না । আমরা সবাই ভারতীয়, সবাই হিন্দু । হিন্দুদের একজোট হতে হবে, আর এই হিন্দু বিরোধী সরকারকে উপড়ে ফেলতে হবে ।’
শুভেন্দু আহ্বান জানান,আসুন শারদোৎসব, কালীপূজোর মত ছট পূজোকেও ধুমধাম করে সকলে উদযাপন করি । আর আগামী দিনে এই দূর্নীতিবাজ সরকারকে উপড়ে ফেলার জন্য আমরা সকলে মিলে সবাই প্রার্থনা করব ।’ পাশাপাশি তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক লাখ লোক একসাথে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করবে৷ গীতা,উপনিষদের বাইরে কিছুই হবে না ।’ তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে আহ্বান জানান,’গীতা পাঠে অবশ্যই অংশগ্রহণ করবেন । সামনের বছর ২২ জানুয়ারি মকর সংক্রান্তির পর রামলালা নিজের ঘরে স্থাপিত হবেন । ওইদিন প্রতিটি ঘরে শঙ্খ বাজাবেন,মন্দিরে প্রসাদ বিতরণ করবেন ।’ গোটা দেশের কোনায় কোনায় জয় শ্রীরাম ধ্বনি তোলার আহ্বান জানান বিধানসভার বিরোধী দলনেতা ।।