থেমে গেছে ঢাকের আওয়াজ
থেমে গেছে কলরব
থেমে গেছে আলোর মিছিল
ফাঁকা ফাঁকা লাগে সব।
মিলিয়ে গেছে মায়ের হাসি
চোখ ভরা তার জলে
তবুও বিদায় বলতেই হয়
আসবে আবার বলে।
আসছে ভেসে আকাশে বাতাসে
বিদায়ী বাঁশির সুর
অন্তরে বাহিরে কী যেন নেই
চলে গেছে বহু দূর।
শিউলি তলা তবু ভরে
শিশির ঝরা ভোরে
মনের মাঝে খুশির ঝিলিক
মনটা ওঠে ভরে।
মায়ের কখনও হয়কি বিজয়া?
অন্তরে তার বাস
মা যে আমাদের জগৎ জননী
বেঁচে থাকার আশ্বাস।।