এইদিন স্পোর্টস নিউজ,১৬ নভেম্বর : আইসিসির একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ঐতিহাসিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। বিরাট বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫০ সেঞ্চুরি করলেন। তিনি শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন । ২৭৯ টি ইনিংস খেলে এই রেকর্ড গড়েছেন কোহলি । কোহলি তার সাফল্যের জন্য সারা বিশ্ব থেকে অভিনন্দন পাচ্ছেন । শচীন টেন্ডুলকার থেকে শুরু করে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন তাঁকে অভিনন্দন জানিয়েছেন । এদিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ হাফিজকে কটাক্ষ করেছেন মাইকেল ভন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করায় বিরাটের সমালোচনা করেছিলেন হাফিজ। এই ম্যাচে কোহলি ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন। এজন্য গোটা বিশ্বের ক্রিকেট মহল কোহলির প্রশংসা করেছিলেন । যদিও সেই ইনিংসে বিরাটের মধ্যে “স্বার্থপর দৃষ্টিভঙ্গি” দেখেছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মহম্মদ হাফিজ । তিনি বলেছেন যে সেঞ্চুরির কাছাকাছি আসার পরে, ভারতীয় ইনিংসের শেষ মুহূর্তে চার মারার পরিবর্তে, বিরাট স্কোর বাড়াতে সিঙ্গেলের জন্য গিয়েছিলেন । এতে দলের স্বার্থে খেলার চেয়ে তার স্বার্থপরতাই বোঝা যায় ।
বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিরাট তার ৫০তম সেঞ্চুরি পূর্ণ করলে হাফিজ কোহলিকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় হাফিজ লিখেছেন, ‘পঞ্চাশতম সেঞ্চুরির বিশ্বরেকর্ডের জন্য অভিনন্দন বিরাট কোহলি। সারা বিশ্বের ক্রিকেটার ভক্তদের বিনোদন দিতে থাকুন । সুস্থ থাকুন এবং গর্বিত থাকুন ।’ কিন্তু মহম্মদ হাফিজের আগের সেই মন্তব্যকে ট্যাগ করে ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন তাকে বিদ্রুপ করে লিখেছেন,’আরও একটা স্বার্থপর সেঞ্চুরি ।’।