জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৬ নভেম্বর : চারদিকে যখন অপসংস্কৃতির কালনাগিনী তার বিষ নিঃশ্বাস ত্যাগ করছে এবং তার শিকার হচ্ছে বর্তমান প্রজন্ম তখন গত ৪৪ বছর ধরে কালীপুজো উপলক্ষ্যে চাণক, কৃষ্ণপুর, মাঠগোবিন্দপুর মাঠে সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ব্যতিক্রমী ভূমিকা পালন করে চলেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের চাণকের নিউ প্রতিদ্বন্দ্বী সংঘ। বুধবার ছিল বিশিষ্ট সঙ্গীতশিল্পী তৃণা মুখার্জ্জী পরিচালিত ‘বাসন্তী কলাকেন্দ্র’ এর ক্ষুদে শিল্পীদের সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান।
অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই সুস্থ সংস্কৃতির পৃষ্ঠপোষক শ্রোতাদের উৎসাহ লক্ষ্য করা যায়। শিল্পীরাও তাদের হতাশ করেনি। প্রতিটি শিল্পীর নৃত্য ও সঙ্গীত প্রদর্শন ছিল অসাধারণ। দুই শিশু শিল্পীর নৃত্য দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে কয়েকজন স্থানীয় শিল্পীও অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রেমানন্দ মুখার্জ্জী। অনুষ্ঠানের মাঝে ক্লাবের পক্ষ থেকে প্রেমানন্দ মুখার্জ্জী ও তৃণা মুখার্জ্জীর গলায় উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এই ঘটনায় দু’জনেই আপ্লুত হয়ে পড়ে।
প্রসঙ্গত,কালীপুজো উপলক্ষ্যে চাণকের নিউ প্রতিদ্বন্দ্বী সংঘের উদ্যোগে একটানা ৩৫ বছরের বেশি সময় ধরে এখানে যাত্রানুষ্ঠান, বাউলগান, কবিগান সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কারণে যাত্রানুষ্ঠান বন্ধ থাকলেও অঙ্কন, মিউজিক্যাল চেয়ার, মোমবাতি প্রজ্জ্বলন, শঙ্খধ্বনি প্রভৃতি প্রতিযোগিতা আজও সমানতালে চলছে।
উৎসাহ দেওয়ার জন্য প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়াত গৌরীপ্রসাদ চক্রবর্তী ও প্রয়াত গুরুপদ ঘোষ নামাঙ্কিত স্মৃতি পুরস্কার।এতবড় অনুষ্ঠানের আয়োজনে যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শুভময় মিত্র, সমীরণ মাজি, তাপস চক্রবর্তী, ইন্দ্রজিৎ কর্মকার, অনিল মাজি, উত্তম মাজি, সাধন মাজি, রবীন্দ্রনাথ মাজি, সুনীল দত্ত, প্রিয়ম চক্রবর্তী, মৌসুমী সূত্রধর সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। ক্লাবের দুই উপদেষ্টা হলেন প্রদীপ চক্রবর্তী ও তপন ভট্টাচার্য।
নিউ প্রতিদ্বন্দ্বী সংঘ ও প্রদীপ চক্রবর্তী নামটি প্রায় সমার্থক। প্রদীপ বাবু বললেন, ক্লাবের প্রতিটি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অকুন্ঠ সহযোগিতার জন্য আমরা দীর্ঘদিন ধরেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে চলেছি। আশাকরি বর্তমান প্রজন্ম এই সুস্থ সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখবে। ক্লাবের পক্ষ থেকে তিনি প্রত্যেককে দীপাবলীর শুভেচ্ছা জানান ।।