এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৫ নভেম্বর : আজ হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব ভ্রাতৃদ্বিতীয়া । আর এই দিনেই মর্মান্তিক এক ঘটনার স্বাক্ষী থাকল বীরভূম জেলার নলহাটি এলাকা । বুধবার সকালে ভাইয়ের মোটরসাইকেলে চড়ে বাপেরবাড়িতে ভাইফোঁটা দিতে যাওয়ার পথে বাইক থেকে পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দিদির । মৃতার নাম রীতা শাহু(২৫) । অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রীতাদেবীর কোলে থাকা তাঁর দুই শিশুকন্যা । খবর পেয়ে নলহাটি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে আনে । পরে ময়নাতদন্তের জন্য দেহটি রামপুরহাট মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ ।
জানা গেছে,বীরভূমের নলহাটি থানার দুনিগ্রামে শ্বশুরবাড়ি রীতা শাহু । তাঁর বাপের বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার কানিঝাড়া গ্রামে । দিদিকে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার দুনিগ্রামে এসেছিলেন রীতা দেবীর ভাই হোসেন শাহু । আজ বুধবার সকালে দুই শিশুকন্যাসহ ভাইয়ের বাইকে চড়ে বাপের বাড়ি যাচ্ছিলেন রীতাদেবী । কিন্তু তাঁরা মাড়গ্রাম থানার ছোট চৌকি থেকে কানিঝাড়া গ্রামের মুখে যাওয়ার সময়েই ঘটে যায় মর্মান্তিক ওই দূর্ঘটনাটি ।
হোসেন শাহু বলেন,’দিদির কথামত প্রথমে ছোট চৌকির একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনি । তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই । কিন্তু কিছুটা যাওয়ার পরেই সামনে কিছু যানবাহন থাকায় বাইকের ব্রেক কষি । আর তখনই দিদি ডান দিকে উলটে পড়ে । সেই সময় একটা ট্রাক্টর চলে আসে । আর ট্রাক্টরের চাকা দিদির মাথার উপর দিয়ে চলে যায় ।’ তিনি আরও বলেন,’আমি বাইকের সামনের ব্রেক একটু জোরে টেপার কারনেই এই দূর্ঘটনাটা ঘটে গেল ।’ উৎসবের আবহে এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ মৃতার পরিবার পরিজন ।।