এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,১৪ নভেম্বর : সমাজে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে নেপাল । সোমবার (১৩ নভেম্বর, ২০২৩) চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং এই অ্যাপটির ওপর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী রেখা শর্মা । তবে ঠিক কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তা বলা হয়নি।
নেপাল সরকার বলেছে, মত প্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে চীনা অ্যাপ টিকটকের কিছু ব্যবহারকারী সমাজে ঘৃণা ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল । আর টিকটকের তাদের উৎসাহ যোগাচ্ছিল । গত চার বছরে কেবল টিকটকেই সাইবার ক্রাইমের ১ হাজার ৬৪৭টি ঘটনা রিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছেন নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ।
জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে নেপালের সমাজবাদী মোর্চা পার্টির কোঅর্ডিনেটর যুবরাজ সাফাল টিকটকের বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেছিলেম । সে পিটিশনে বলা হয় যে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে সমাজে অশ্লীলতা ও অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। তাই পিটিশনে টিকটক নিষিদ্ধ করার দাবি তোলা হয় । এরই ধারাবাহিকতায় বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে ওঠে। নেপালের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নেপাল পুলিশের সাইবার ব্যুরো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা গত সপ্তাহে বিষয়টি নিয়ে আলোচনা করে । এই ব্যাপারে প্রযুক্তিগত প্রস্তুতি শেষ হওয়ার পর টিকটকের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,নেপাল সরকার সম্প্রতি ‘সোশ্যাল নেটওয়ার্কিং ২০২৩-এর অপারেশন সংক্রান্ত নির্দেশিকা’ জারি করেছে। এই নির্দেশিকা অনুযায়ী নেপালে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম তাদের কার্যক্রম চালাতে চাইলে তাদের জন্য অফিস স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার নেপালের যোগাযোগ ও তথ্যমন্ত্রকের একটি ঘোষণায় ফেসবুক, এক্স, টিকটক ও ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন মাসের মধ্যে অফিস স্থাপনের কড়া নির্দেশ দেওয়া হয় । নির্দেশ অনুযায়ী, অফিসে অন্তত একজন কর্মী নিয়োগ করতে হবে, যিনি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন।
এর আগে ২০২০ সালের জুনে টিকটক নিষিদ্ধ করে ভারত । পরবর্তী সময়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, আফগানিস্তান, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ের মতো বেশ কিছু দেশ টিকটকের ওপর আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। এবার সেই তালিকায় নবতম সংযোজন হল নেপাল ।।