এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ নভেম্বর : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ দিন ধরেই প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । এদিকে ১৪ দিন ইডি হেফাজতে কাটানোর পরে দীর্ঘদিনের সঙ্গী পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই ঠাঁই হল রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে ‘বালু’র । কলকাতা হাইকোর্ট আগামী ১৬ নভেম্বর পর্যন্ত চারদিনের জন্য মুখ্যমন্ত্রীর স্নেহধন্য ‘বালু’কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে । ইতিমধ্যে একদিন জেলে কাটিয়েও ফেলেছেন তিনি । এর আগে রবিবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য যাওয়ার সময় জ্যোতিপ্রিয় বলেছিলেন,’অবস্থা খুব খারাপ । হয়তো আমি মরেই যাব ।’ তবে আদালত জেল হেফাজতের নির্দেশ দিলে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন,’ইডির হাত থেকে তো রেহাই পেলাম ।’ তবে ইডির হাত থেকে রেহাই পেলেও রবিবার রাতে জ্যোতিপ্রিয় কারাগারে বিনিদ্র রাত কাটিয়েছেন বলে জানা গেছে ।
এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী আদালতে জানিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক জেরায় স্বীকার করেছেন যে মন্ত্রীর নির্দেশেই তার স্ত্রী এবং মেয়েকে তিনটি সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল । এই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চায় ইডি । আদালত ইডিকে সংশোধনাগারে গিয়ে জ্যোতিপ্রিয়কে জেরার অনুমতিও দিয়েছে বলে জানা গেছে ।।