তুমি বলতে, চলো লুকিয়ে প্রেম করি
যাই দুজনে কোন নদীর পাড়ে কিংবা জনহীন মরুপ্রান্তরে,
আমি হেসে বলতাম
দূর বোকা, লুকিয়ে প্রেম হয় নাকি??
যেখানেই যাবো আমরা, অস্তিত্ব অনুভব করবে সবাই,
তুমি হো হো করে হেসে উঠতে অনেকটা তাচ্ছিল্ল্যের হাসি,
চলো, আজ শেখাই তোমায় প্রতিটি বস্তুর মধ্যে থাকা প্রেম
ধরো, আমি ‘রক্তকরবী’র নন্দিনী, তুমি হলে আমার বিশু পাগল,
কখনও কি ভাবতে পারো যক্ষপুরীতেও ঘটে প্রেমের বহিস্ফূরণ!
চলো যাই এবার নদীর পাড়ে দুজনায় বসি মুখোমুখি
দেখো, একটা ঢেউ কেমন অন্য ঢেউয়ের আহ্বানে দূর থেকে আসে ছুটে,
অতঃপর মিশে যায় একসাথে প্রবল আকর্ষণে,
বলো, সমুদ্রের থেকে বড় প্রেমিক কেবা হতে পারে??
আচ্ছা, না হয় চলো যাই পাহাড়ের মাঝে
চিৎকার করে বলবো তোমায় ‘ভালোবাসি ভালোবাসি,
কান পেতে শুনো, প্রতিধ্বনি দেবে ফিরিয়ে ভালোবাসি বলে…
অনেক হলো, পাহাড় থেকে একটা চারা গাছ আর নদী থেকে এক আজলা জল নিয়ে রোপন করি কোনো মরুভূমির বুকে,
দেখো সে গাছও দেবে আবার নতুন নতুন বাহারি ফুল।
প্রেম হলো সেই আবাদভূমি যা প্রতিটি বস্তুতে করে প্রাণ সঞ্চার,
তাই লুকিয়ে প্রেম করার কথা কখনো বোলো না যেন আর ।।