এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১৩ নভেম্বর : মসজিদে নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক তৃণমূল নেতা । ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোর পৌনে ৫ টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার বামনগাছি গ্রামে । মৃত ব্যক্তি বামনগাছি গ্রামের বাসিন্দা সইফুদ্দিন লস্কর (৪৩) । মৃত সইফুদ্দিন লস্কর ছিলেন তৃণমূলের বামনগাছি অঞ্চলের সভাপতি। তাঁর স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান । বাড়ির কাছেই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷
এই খুনের ঘটনার কারন স্পষ্ট নয় । পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে । মৃতের পরিবার সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলেছেন । মৃতের বাবা ইলিয়াস লস্করের দাবি,রাজনৈতিক কারনেই তার ছেলেকে খুন হতে হয়েছে । আর তার ছেলেকে খুনের পিছনে বিরোধী রাজনৈতিক দলের হাত আছে বলে দাবি করেছেন তিনি ।
অন্যদিকে সিপিএমের নেতা সুজন চক্রবর্তী সংবাদমাধ্যমের কাছে বলেছেন,’উৎসবের আবহে দক্ষিণ ২৪ পরগনার বামনগাছি গ্রামের সাইফুদ্দিন লস্কর নামে এক তৃণমূল নেতা খুন হয়েছেন । তৃণমূলের নেতা,অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সদস্য, স্ত্রী পঞ্চায়েতের প্রধান ৷ মাফিয়া নেতা বলে সবাই চেনে । ওখানের বিস্তীর্ণ এলাকায় তার মাফিয়া রাজ চলে । এটা বখরা নিয়ে লড়াই,কে জানে না? যেকোনো মৃত্যুই দুঃখজনক । এটাই চলছে রাজ্য জুড়ে । সিপিএমকে দোষ দিলে তো হবে না । ইতিমধ্যে দু’জন ধরা পড়েছে । তার মধ্যে একজন আবার খুনও হয়ে গেছে । পুলিশ স্বীকার করবে কিনা জানিনা ।’।